জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে যা বলল তুরস্ক
০১ মে, ২০২২, 10:36 AM

NL24 News
০১ মে, ২০২২, 10:36 AM

জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে যা বলল তুরস্ক
অনলাইন ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন ইউক্রেন সংঘাত শেষের জন্য ‘আন্তরিক প্রচেষ্টা’র প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এ প্রতিশ্রুতি দেন ।
ইস্তাম্বুল আলোচনা প্রক্রিয়া অব্যাহত রেখে এই যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে বলেন, আমরা এখন থেকে যুদ্ধের অবসানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাব। কারণ এই যুদ্ধে কেউ বিজয়ী হবে না। ইউক্রেন ও রাশিয়া হারবে।
তবে রাশিয়ার সংঘাত এবং আক্রমণের ধারাবাহিকতা (আলোচনা) প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলছে বলেও জানান তিনি।
কালিন আরও বলেন, তিনি বেসামরিক নাগরিকদের, বিশেষ করে মারিউপোলে আটকে পড়াদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।