জুলাই-আগস্টে আহতের চাকরি দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব সংবাদদাতা
১৫ অক্টোবর, ২০২৪, 6:19 PM

নিজস্ব সংবাদদাতা
১৫ অক্টোবর, ২০২৪, 6:19 PM

জুলাই-আগস্টে আহতের চাকরি দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা
জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চাকুরি দিয়ে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজ নিতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। তবে এ ক্ষেত্রে চিকিৎসকদের সুপারিশকেই প্রাধান্য দেওয়া হবে।
তৌহিদ হোসেন বলেন, ‘সিদ্ধান্ত আছে যে চিকিৎসকরা যখন বলবেন যে আমাদের এখানে চিকিৎসা সম্ভব না তখন আমরা বিদেশে পাঠানোর চেষ্টা করব। অনেকের প্রচুর সার্জারি করা হয়েছে। আমরা আশা করব সবাই ভালো হয়ে যাবে। যতদিন পর্যন্ত তাদের সাপোর্ট প্রয়োজন হয় এটা দিতে সরকার বদ্ধপরিকর। সরকারের একটা সিদ্ধান্ত আছে যে প্রত্যেককেই যোগ্যতা অনুসারে জব প্রোভাইড করার চেষ্টা করা হবে যাতে তারা জীবন যাপন করতে পারেন ঠিক মতো।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত ৭১ জন আহত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্য থেকে প্রায় ৮জনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন।