NL24 News
২৯ নভেম্বর, ২০২৩, 3:56 AM
জালিয়াতি করে মনোনয়নপত্র কিনছে সরকার: রিজভী
‘২০১৪ ও ১৮ সালের নির্বাচনে আমরা সরকারের নানা ফন্দি দেখেছি। দমন-নিপীড়নের ধারা দেখেছি। এবারও একই চিত্র। দেশের মানুষের জাতীয় পরিচয়পত্রের সব তথ্য সরকার হ্যাক করে নিজের কাছে রেখেছে। এটা দিয়ে তারা প্রতারণা করার চেষ্টা করছে। জালিয়াতি করে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মনোনয়পত্র কিনছে সরকার। অথচ বিএনপি নেতারা তা জানেন না। কারণ এর কতৃত্ব শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) সরকারের কাছে।’মঙ্গলবার রাতে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দলটির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘জনসমর্থন বিহীন সরকার মানুষের চাওয়া পাওয়ার পাত্তা দিচ্ছে না। শুধুমাত্র কীভাবে অবৈধ কাজ সম্পাদন ও বাস্তবায়ন করা যায় সেদিকে নজর দিচ্ছে। এজন্য জাতীয় পরিচয়পত্রের তথ্য সরকার হ্যাক করছে। যার ফলাফল আমরা এখন পাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের নাম দিয়ে হ্যাক করা এনআইডি ব্যবহার করে মনোনয়নপত্র কেনা হয়েছে। পরে বিষয়টি তিনি জানতে পেরে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সংকটে নিয়ে যাচ্ছেন, শুধুমাত্র তার ব্যক্তিগত ইচ্ছায়। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে। গণতন্ত্রের প্রতি প্রধানমন্ত্রীর কোনো আস্থা নেই।’