জার্মানি থেকে ৪০ রুশ কূটনীতিক বহিষ্কার
০৫ এপ্রিল, ২০২২, 11:17 AM

NL24 News
০৫ এপ্রিল, ২০২২, 11:17 AM

জার্মানি থেকে ৪০ রুশ কূটনীতিক বহিষ্কার
অনলাইন ডেস্ক : ইউক্রেনে ভয়ানক যুদ্ধাপরাধ চালাচ্ছে রাশিয়া। বুচায় বেসামরিক লোকজনের ওপর 'অকল্পনীয় বর্বরতা' চালিয়েছে রুশ বাহিনী বলে জানান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক।
ইউক্রেনের বুচায় নৃশংসতা চালানোর অভিযোগে রাশিয়ার ৪০ কূটনীতিককে সোমবার বহিষ্কারের ঘোষণা দিয়েছে জার্মানি।
বুচার বেসামরিক নাগরিকদের হত্যাযজ্ঞের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়কে মিথ্যা প্রপাগান্ডা দাবি করছে রাশিয়া।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রী বলেন, এসব ছবি যাচাই-বাছাই করা হচ্ছে। কিয়েভের পাশে যে গণকবরের সন্ধান মিলেছে, এ ব্যাপারেও তদন্ত করা হচ্ছে।
তবে ক্রেমলিন বরাবরই পশ্চিমাদের এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক আরও বলেন, আমাদের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে এখনই রুশ আগ্রাসনের বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে।
অ্যানালিনা বেয়ারবক বলেন, জার্মানিতে আশ্রয়প্রার্থী ৩ লাখ ইউক্রেনীয়দের জন্য রুশ কূটনীতিকরা হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন, এ কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।