জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ব্রিটিশ এমপি রুপা হক
নিজস্ব সংবাদদাতা
০২ জানুয়ারি, ২০২৫, 6:47 PM
নিজস্ব সংবাদদাতা
০২ জানুয়ারি, ২০২৫, 6:47 PM
জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ব্রিটিশ এমপি রুপা হক
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং পরিবর্তনের চিত্র নিজের চোখে দেখতে চলতি জানুয়ারি মাসেই দেশে আসছেন ব্রিটিশ বাংলাদেশি সংসদ সদস্য ড. রুপা হক। তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে। নিজের চোখে সেই পরিবর্তনগুলো দেখতে চাই। বাংলাদেশে এখন সংসদ নেই। আমি একজন সংসদ সদস্য হিসেবে প্রকৃত গণতন্ত্র দেখতে চাই।’
জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ব্রিটিশ সংসদে বাংলাদেশের পক্ষে জোরালো ভূমিকা পালন করেন ড. রুপা হক। ব্রিটিশ বাংলাদেশি সংসদ সদস্যদের মধ্যে তিনি সবসময়ই নিজের স্বতন্ত্র অবস্থান এবং দৃঢ় মতামত দিয়ে পরিচিত।
৫২ বছর বয়সী ড. রুপা হক রাজনীতিতে যোগদানের আগে একজন সমাজবিজ্ঞানের শিক্ষক ছিলেন। পাশাপাশি তিনি একজন লেখক এবং শিল্পী। রাজনীতিতে আসার আগে তিনি কিংস্টন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন।
লন্ডনের ইলিং সেন্ট্রাল এবং অ্যাক্টন আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। বর্তমানে ব্রিটিশ সংসদের গণমাধ্যম বিষয়ক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
রুপা হকের পারিবারিক শিকড় বাংলাদেশে। পাবনার কুঠিপাড়ায় তার পিতৃভূমি। তার বাবা মোহাম্মদ হক এবং মা রওশন আরা হক সত্তরের দশকে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিন বোনের মধ্যে রুপা সবার বড়।
সরল এবং বিনয়ী আচরণের জন্য ড. রুপা হক শুধু তার নির্বাচনী এলাকার মধ্যেই নয়, ব্রিটেনজুড়েই তুমুল জনপ্রিয়। ব্রিটিশ সংসদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সবসময় বাংলাদেশের যেকোনো সংকটময় সময়ে সমর্থন জানিয়ে এসেছেন। এবার নিজ জন্মভূমিতে এসে পরিবর্তিত বাংলাদেশের চিত্র সরাসরি দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।