জনসেবা খাতে অতিরিক্ত ব্যয়ের জন্য অর্থমন্ত্রীকে ৭০ লেবার এমপির চিঠি
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৪, 12:37 PM
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৪, 12:37 PM
জনসেবা খাতে অতিরিক্ত ব্যয়ের জন্য অর্থমন্ত্রীকে ৭০ লেবার এমপির চিঠি
লেবার পার্টির কয়েক ডজন এমপি যুক্তরাজ্যের জনসেবা খাতে আরও কয়েক বিলিয়ন পাউন্ড ব্যয় করতে অর্থমন্ত্রী র্যাচেল রিভসকে একটি উন্মুক্ত চিঠি দিয়েছেন। তারা আশা করছেন যে এটি দেশের অস্বচ্ছল জনসেবা খাতকে পুনরুজ্জীবিত করবে এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
চিঠিটি ‘লেবার গ্রোথ গ্রুপ’ থেকে দেওয়া হয়েছে। এতে অর্থনীতির সঠিক নিয়ম পুনরায় নির্ধারণের দাবি জানিয়েছেন লেবার এমপিরা। তারা বলছেন, স্কুল, হাসপাতাল এবং পরিবহন খাতে অতিরিক্ত অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি করবে। প্রায় ৭০ জন এমপি সমন্বিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নতুন অবকাঠামোগত উন্নয়ন ছাড়া যুক্তরাজ্যের আগের কনজারভেটিভ সরকারের ভুল পুনরাবৃত্তি করা উচিত হবে না।
ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজের মতে, এই পরিবর্তনের মাধ্যমে প্রায় ৫০ বিলিয়ন পাউন্ডের অতিরিক্ত অর্থ বের করা যেতে পারে। যদিও চ্যান্সেলরের পরিকল্পনা অনুযায়ী এই পরিমাণ কিছুটা কম হতে পারে। তবে লেবার এমপিরা দাবি করছেন, অবিলম্বে জনসেবায় বিনিয়োগের মাধ্যমে আসন্ন নির্বাচনের আগেই জনগণের জন্য বাস্তব সুবিধা প্রদান করা সম্ভব।
লেবার গ্রোথ গ্রুপের সহ-সভাপতি লুসি রিগবি বলেন, আমাদের সমাজে যে পরিবর্তন প্রয়োজন তা আনার জন্য অতিরিক্ত বিনিয়োগ ও প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি। আমরা চাই চ্যান্সেলর সাহসী পদক্ষেপ নিয়ে জনসেবা খাতে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দিন বদলাতে উদ্যোগী হোক।
চ্যান্সেলর র্যাচেল রিভস ইতোমধ্যেই অর্থনৈতিক নিয়ম পরিবর্তনের চিন্তাভাবনা করছেন। যদিও বাজেটের চূড়ান্ত নকশা এখনও সম্পূর্ণ হয়নি।