ছেলের বাসায় মা খালেদা জিয়া
২৫ জানুয়ারি, ২০২৫, 6:21 PM

NL24 News
২৫ জানুয়ারি, ২০২৫, 6:21 PM

ছেলের বাসায় মা খালেদা জিয়া
হেফাজুল করিম রকিব, লন্ডন থেকে :: লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় শুক্রবার স্থানীয় সময় নয়টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় তাকে। লন্ডন সময় রাত দশটার দিকে গাড়ি চালিয়ে মাকে নিজের বাসায় নিয়ে পৌঁছান তারেক রহমান। সে সময় গাড়িতে দেখা যায় তারেক রহমানের পাশের সিটে বসে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। আর পেছনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান । ২০১৭ সালের ১৬ জুলাই চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গেলে সবশেষ ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন বেশকিছুদিন । তারেক রহমান ও তার পরিবার ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন।
উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। তবে প্রয়োজন হলে ফলোআপের জন্য হাসপাতালে নেওয়া হবে তাকে। এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের জানান, ছুটি পেলেও খালেদা জিয়া সার্বক্ষণিক প্রফেসর জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস, এই দুজনের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন এবং মেডিক্যাল বোর্ডের সদস্যরাও থাকবেন। অর্থাৎ যুক্তরাজ্যের যে নিয়ম, সেই নিয়ম মেনেই উনার চিকিৎসা চলবে। খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি জানিয়ে তিনি বলেন, উনার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি।
গত ৮ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পর লন্ডন ক্লিনিকে ভর্তি হন। এই হাসপাতালটির লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিক্যাল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
অন্যদিকে মা খালেদা জিয়া, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোসহ গণতন্ত্র আন্দোলনের সব আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আমার মা খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার ভাইয়ের জন্যও প্রাণখুলে দোয়া করবেন।
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, পর্যায়ক্রমে হয় তো আরও অনেক পরিবর্তন হবে। সাধারণ মানুষের প্রত্যাশা আরও বাড়বে। আমরা যেন সেই প্রত্যাশা পূরণে কাজ করি।
১৯৭১ সালে প্রাণ দেয়া মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করে তারেক রহমান বলেন, আমাদের দেশ ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আসুন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য মানুষ জান কোরবান দিয়েছেন তাদেরকেও আমাদের দোয়ায় স্মরণ করি।
দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।