ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের অভিষেক ও পরিচিতি সভা

#

২৭ নভেম্বর, ২০২২,  5:10 PM

news image

লন্ডনঃ গতকাল ২২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের  লন্ডন  এন্টারপ্রাইজ একাডেমী হলে ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের অভিষেক ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। অভিষেক অনুষ্টান ও পরিচিতি সভার প্রথম পর্বে সংগঠনের  পৃষ্ঠপোষক এস এম সুজন মিয়ার সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর রুহুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথনালগ্রীন ও বো আসনের লেবার দলীয় এমপি রুশনারা আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের  মিনিষ্টার  কাউন্সেলর (প্যলিটিকেল)  জাহিদ উল ইসলাম। এসভায় আলহাজ রুহুল আমিনকে সভাপতি ও আনসার আহমেদ উল্লাহকে সাধারন সম্পাদক এবং  আসকর আলীকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা   হয়। নতুন কমিটির সদস্যদের শপথ  পড়ান লন্ডনস্থ বাংলাদেশ মিশনের  মিনিষ্টার  কাউন্সেলর (প্যলিটিকেল)  জাহিদ উল ইসলাম।

প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথি তাদের বক্তব্যে বলেন ছাতক এডুকেশন ট্রাস্টের আত্মপ্রকাশ একটি মহতী উদ্যেগ। তারা আশা করেন এই ট্রাস্ট ছাতক এলাকার গরিব, অবহেলিত ও সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে সহযোগিতা ও সহায়তা প্রদান করবে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি আলহাজ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ, সাবেক টাওয়ার হ্যামলেটস্ লিডার হেলাল আব্বাস, কাউন্সিলর মতিনউজামান, সাবেক কাউন্সিলর শহীদ আলী, কভেন্ট্রি কমিউনিটি নেতা মকদ্দুস আলী, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর লিলু আহমেদ, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, সহ সভাপতি মৌলানা মহম্মদ মুজাহিদ উদ্দিন, সহ সভাপতি আকমল হোসাইন, যুগ্ন সম্পাদক মনসুজ জামান মোহন, যুগ্ন সম্পাদক প্রফেসর আনওয়ার হোসাইন, যুগ্ন সম্পাদক অনন্ত কাশেম হিজল, যুগ্ন সম্পাদক শাহানারা সুমি আলী, সাংগঠনিক সম্পাদক শেখ কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল তওহীদ কয়েস, সাংগঠনিক সম্পাদক কামরুজ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল তওহীদ কয়েস, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু শহীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল তওহীদ কয়েস, ট্রাস্টি শাহরিয়ার আলমগীর, ট্রাস্টি আহসানুল হক তানভীর, ট্রাস্টি হোসাইন আহমেদ, ট্রাস্টি হেলাল মিয়া, বালাগঞ্জ ট্রাস্টের আ ফ ম কামাল, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের আব্দুল বাসীর, বালাগঞ্জ ট্রাস্টের জামাল খান, সিজিল মিয়া, দোয়ারাবাজারের রহিম ইসলাম মিসলু, বালাগঞ্জ প্রবাসী আদর্শ ট্রাস্টের কুদ্দুস মিয়া, হুমায়ুন কবির, হিথরো কমিউনিটি নেতা শামীম আহমেদ, বালাগঞ্জ ওসমানীনগরের শাহ মুস্তাফিজুর রহমান বেলাল প্রমূখ।

 অনুষ্টানের দ্বিতীয় পর্বে ছিল পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্টান । যুগ্ম সম্পাদক অনন্ত কাসেমের সার্বিক সম্পাদনায় একটি স্মরনিকা প্রকাশ করা হয়। সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত পরেবেশন করেন ব্রিটেনের জনপ্রিয় শিল্পি  হিমাংশু গোস্বামী ও শতাব্দি কর। সাথে ছিলেন অমিত দে ও পাপ্পু। অনুষ্টান শেষে অতিথিদের সম্মানে আয়োজন করা হয় নৈশ ভোজের।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী