চেরনোবিল ছেড়েছে রুশ সেনারা
০১ এপ্রিল, ২০২২, 9:53 AM

NL24 News
০১ এপ্রিল, ২০২২, 9:53 AM

চেরনোবিল ছেড়েছে রুশ সেনারা
অনলাইন ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
এমন পরিস্থিতির মাঝেই ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা বলেছে, চেরনোবিলের কর্মীরা জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের ভূখণ্ডে আর কোনো বাহিরাগত নেই।
এদিকে পারমাণবিক শক্তি এজেন্সি (আইএইএ) জানিয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে- রুশ বাহিনী চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ হস্তান্তর করেছে। পাশাপাশি সেনাদের সরিয়ে নিয়েছে রাশিয়া।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাটি আরও জানিয়েছে, তারা আগামী কয়েক দিনের মধ্যেই চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাদের প্রথম সহায়তা পাঠাবে।
উল্লেখ্য, রাশিয়ান সেনারা ইউক্রেন অভিযানের শুরুতে চেরনোবিল দখলে নেয়। তবে সম্প্রতি রাশিয়া বলেছে, উত্তর ইউক্রেনে তাদের কার্যক্রম কমিয়ে দেবে এবং পূর্ব ডনবাস অঞ্চলে তারা তৎপরতা চালাবে। আর চেরনোবিল কিয়েভের উত্তরে অবস্থিত।