আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৪, 6:24 PM
চুপিসারে চার দিন ভারত কাটালেন রাজা চার্লস
বছরের শুরুর দিকেই ক্যানসার ধরা পড়েছিল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। চিকিৎসার পর সুস্থ হয়ে বিদেশ সফরে বের হন তিনি। প্রথমে অস্ট্রেলিয়া ও সামোয়া সফরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে অত্যন্ত গোপনীয়তার সাথে ভারত সফরও সেরে ফেলেন রাজা চার্লস ও রানি ক্যামিলা।
প্রতিবেদন অনুযায়ী, চার্লস ও ক্যামিলা চারদিন ধরে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে অবস্থিত সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ছিলেন। ড. আইজ্যাক মাথাই নুরানাল প্রতিষ্ঠিত এই সেন্টারটিতে চার্লস নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আসেন। জানা যায়, ড. আইজ্যাক মাথাই ব্রিটিশ রাজপরিবারের বিশেষ চিকিৎসক এবং তার দক্ষতায় মুগ্ধ হন রাজা ও রানি।
এবারের সফর ছিল একান্তই ব্যক্তিগত। তাই কোনোরকম মিডিয়া বা জনসমাগমের খবরও পাওয়া যায়নি। শনিবার রাতে তাদের ব্যক্তিগত বিমান বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দরে অবতরণ করে। তারপর সড়ক পথে যাবতীয় প্রোটোকল মেনে সুকিয়া হেল্থ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে নিয়ে যাওয়া হয়। এমনভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছিল যে সাধারণ মানুষ বুঝতেই পারেনি।
বুধবার খুব ভোরে আবার ব্রিটেনের উদ্দেশে বেঙ্গালুরু থেকে তাদের বিমান উড়ে যায়। এর আগে চলতি বছরই চার্লসের ক্যানসার ধরা পড়েছিল। এরপর এই প্রথম বিদেশ সফরে যান চার্লস। গত ১৮ অক্টোবর তিনি অস্ট্রেলিয়া ও সামোয়া সফরে যান।