চীনা গুপ্তচরকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৪, 6:12 PM

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০২৪, 6:12 PM

চীনা গুপ্তচরকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এক সন্দেহভাজন চীনা গুপ্তচরের কর্মকাণ্ড নিয়ে। অভিযোগ উঠেছে, তিনি চীনের হয়ে বিদেশি সংযোগ ও প্রভাব বিস্তারের ষড়যন্ত্র করছিলেন। রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে যুক্তরাজ্যে তার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দেশটির একটি অভিবাসন ট্রাইবুনাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এই সিদ্ধান্ত বহাল রাখে।
ট্রাইবুনালের সিদ্ধান্তে বলা হয়, ওই চীনা নাগরিক প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে, তিনি প্রিন্সের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন। তবে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
সরকারি কর্মকর্তাদের মতে, ওই ব্যক্তি চীনের কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্টের হয়ে কাজ করছিলেন।
সরকার দাবি করেছে, অভিযুক্ত ব্যক্তি যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে চীনকে রাজনৈতিক প্রভাব বিস্তারে সহায়তা করতে পারতেন। তবে প্রিন্স অ্যান্ড্রুর কার্যালয় থেকে জানানো হয়েছে, তাদের পরিচয় ছিল আনুষ্ঠানিক। তারা কোনও গোপন তথ্য আদান-প্রদান করেননি।
প্রিন্স অ্যান্ড্রু অতীতে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সমালোচনার মুখে পড়েছেন। এদিকে, চীনের প্রভাব বিস্তারের চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভ।
অভিযুক্ত চীনা নাগরিক ২০০২ সালে যুক্তরাজ্যে পড়াশোনার জন্য এসেছিলেন। পরে তিনি ব্যবসা শুরু করে যুক্তরাজ্য-ভিত্তিক কোম্পানিগুলোকে চীনে কাজ করার পরামর্শ দিতেন। তার কর্মকাণ্ডকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়ায় ব্রিটিশ সরকার এ পদক্ষেপ নিয়েছে।