ঢাকা ১৩ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
যুদ্ধে ভারতকে ৬-০ ব্যবধানে হারালো পাকিস্তান আ.লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার: আসিফ মাহমুদ পটিয়ায় দুই ছাত্রলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক ‘নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ বলা যাবে না’ শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১৯ দিন ৫ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত, নাস্তানাবুদের স্বীকারোক্তি দিল ভারত পটিয়ায় সন্ত্রাস বিরোধী মতবিনিময় অনুষ্ঠিত ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান: আইএসপিআর আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

চালিয়াতলি-মাতারবাড়ি সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

#

২৭ মার্চ, ২০২৩,  1:10 AM

news image

মিজবাহ উদ্দিন আরজু, মহেশখালী ( কক্সবাজার)

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি-মাতারবাড়ি সংযোগ সড়কের দারাদিয়াখাল ব্রিজের উত্তরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একজন’কে ধারালো দা সহ হাতেনাতে গ্রেফতার করেছে মহেশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরীর নেতৃত্বে পুলিশের অভিযানিক দল।


দীর্ঘদিন ধরে মহেশখালী থানা পুলিশ নিজস্ব গোয়ান্দা নজরদারি বৃদ্ধি করলে পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে তার সঙ্গীয় অন্যান্য ডাকাত’রা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই দিন দিবাগত রাত্র ৩ ঘটিকার সময় ধৃত আসামি এনামুল হককে নিয়ে অভিযান চালিয়ে ডাকাত মিজানুর রহমান রুবেলকে এনামুল হকের সনাক্ত মতে ধৃত করা হয়।


২৬ মার্চ (রবিবার) দিবাগত রাত ১টার সময় কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দা উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলেন- উত্তর নলবিলা (দরগা ঘোনা) এলাকার মৃত আলী মিয়ার পুত্র এনামুল হক (২০)উত্তরনলবিলা এলাকার নুর মোহাম্মদের পুত্র মিজানুর রহমান রুবেল (৩০)।


মহেশখালী থানা সূত্রে জানা যায়- ধৃত দুইজন আসামিসহ সর্বমোট ৬ জনকে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতির মামলা রেকর্ড করা হয়েছে। গত দুই মাসে চালিয়াতলী মাতারবাড়ী সংযোগ সড়কে ডজনখানিক ডাকাতির মত ঘটনার জন্ম দিয়েছে ডাকাত দলের সমস্যরা। এসময় একজন মাতারবাড়ীর বাসিন্দা ডাকাত দলের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনাও ঘটেছে।


মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রনব চৌধুরী জানান- সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটককৃতরা চালিয়াতলী-মাতারবাড়ী সড়কসহ উপজেলার বিভিন্ন এলাকায় পথচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতেন। তাঁরা গ্রেফতারের ওই সড়কে চলাচলরত লোকজনের মাঝে স্বস্তি ফিরে আসবে। বাকি ডাকাতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী