সংবাদ শিরোনাম
চট্টগ্রামে বর্ষায় ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত কাজ শুরু করেছে চসিক
২৯ সেপ্টেম্বর, ২০২৪, 7:15 PM

NL24 News
২৯ সেপ্টেম্বর, ২০২৪, 7:15 PM

চট্টগ্রামে বর্ষায় ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত কাজ শুরু করেছে চসিক
চট্টগ্রাম ব্যুরো: অতি বর্ষণে নগরীর ক্ষতিগ্রস্থ সড়কগুলোর ছোট-বড় গর্ত প্যাঁচওয়র্কের মাধ্যেমে রোববার থেকে সংস্কার কাজ শুরু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর আক্সিজেন মোড়, মিয়াখনা নগর, পলোগ্রাউন্ড, এস.এস খালেদ রোড, সিডিএ ২নং রোড, আগ্রাবাদ, হালিশহর জি ব্লক, এসি মসজিদ এলাকা ও স্টীল মিল বাজার এলাকায় প্যাঁচওয়ার্ক কাজ করা হয়। নগরীর প্রতিটি সড়কের মেরামত কাজ চলামান থাকবে বলে চসিক থেকে জানানো হয়।
সম্পর্কিত