ঢাকা ১৭ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে ইউক্রেনের রোটারিয়ানরা

#

১২ মার্চ, ২০২২,  10:41 AM

news image

অনলাইন ডেস্ক : সকাল, দুপুর, বিকাল কিংবা রাত-সারাক্ষণই আতঙ্কগ্রস্ত চেরক্যাসি শহরের বাসিন্দারা। বিমান হামলার শঙ্কা নিয়ে বাজানো সাইরেন সর্বদাই তটস্থ রাখে এখানকার নাগরিকদের। এ অবস্থার মধ্য দিয়েই শহরের যুদ্ধার্ত মানুষগুলোর জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় রোটারিয়ানরা। ক্লাবগুলো মানবিক পণ্যসম্ভার নিয়ে শরণার্থীদের কাছে পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে খাবার-ওষুধ-কম্বল। 

ছিমছাম, সাজানো-গোছানো চেরক্যাসি। কেউ বলে ইউক্রেনের অর্থনৈতিক অঞ্চল। কারও মুখে দেশের শিল্প-সাহিত্য সংস্কৃতির ‘পানশালা’। ইউক্রেনের দিনিপ্রো নদীর ডান তীরের শহর। এর ঠিক ১৮০ কিলোমিটার দূরের ব্রোভ্যারি শহরে রাশিয়ার আগ্রাসী সেনাদের কুপোকাত করেছিল বীর ইউক্রেন সেনাবাহিনী।

দিনিপ্রোর বেশিরভাগ যুদ্ধপীড়িতই এখন আশ্রয়ে নিয়েছে চেরক্যাসির বুকে। শত্রু বুলেটদন্তে ক্ষত হয়েছে চেরক্যাসিরও। 

উত্তর ইউক্রেনের যে শহরগুলো রুশবাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে-সেসব শহরের শরণার্থীদের সাহায্যের জন্য আমরা সরবরাহ করেছি জরুরি ওষুধ সামগ্রী। এ কাজের জন্য কাজ করছে ইন্টারন্যাশনাল রোটারি ফেলোশিপ অব রোটারিয়ান্সসহ ৩৯টি দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক কমিটি। আমাদের মূল দল কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন থেকে।

আইসিসি ইউক্রেন-ইউএসএর মাধ্যমে একটি বড় তহবিল সংগ্রহ করা হয়েছে আমেরিকায়। ওয়াশিংটনের সিটল থেকে বিমানে করে ৫ টন সাহায্য সামগ্রী পাঠিয়েছে। এমনকি স্থানীয়ভাবে ওষুধ কিনে বিতরণের উদ্দেশে রোটারি ডিস্ট্রিক্ট ২২৩২-এর কাছে কিছু অর্থও পাঠানো হয়েছে।

আইএসএস ইউক্রেন-তুরস্কের কাছে টেক্সটাইল এবং ওষুধসহ ১৯টি ট্রাকের বহর রয়েছে। আমরা কিয়েভে, ইরপিন, লভিভ, চেরনিহিভ, বুচা এবং গোস্টোমেলের ফার্মেসিগুলো থেকে ওষুধ কিনেছি। এছাড়ও আমরা বিভিন্ন বিশ্বব্যাপী রোটারিয়ান ডিস্ট্রিক্টগুলো থেকে ওষুধ কেনার জন্য ৫০ হাজার ডলারের একটি অনুদানের ব্যবস্থা করেছি। ফ্লাইং রোটারিয়ানদের ইন্টারন্যাশনাল ফেলোশিপ নিজস্ব উদ্যোগে এ তহবিল সংগ্রহ করেছে।

ইইউতে তারা তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। তার বিমানের ছোট কার্গোতে করে ৩০০ কেজি পর্যন্ত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নিয়েছেন। লুফথানসা ইউরোপ-আফ্রিকা-এশিয়ার প্রধান হিসাবে সুইজারল্যান্ডের ম্যানুয়েল ইউক্রেনের সীমানা বরাবর দেশগুলোতে বড় বিমানের মাধ্যমে পণ্য পরিবহণ করে। সেগুলোর একটির মাধ্যমে কাজাখস্তান থেকে ২২ টন সামগ্রী এসেছে বৃহস্পতিবার।

যুদ্ধার্তদের সাহায্য ছাড়াও আমরা রোটারিয়ানদের পক্ষ থেকে অন্যান্য সেবামূলক কাজও করে যাচ্ছি। আমরা চেরক্যাসি শিশুদের ক্যানসার চিকিৎসায় অবদান রাখার চেষ্টা করেছি। সেইসঙ্গে কিয়েভ, খারকিভ শহরের ক্যানসারাক্রান্ত শিশুদের যুদ্ধ সময়ের চিকিৎসার জন্য পোল্যান্ড, ইতালিসহ বিভিন্ন দেশে পাঠানোর ব্যবস্থা করেছি।

জার্মানির চ্যারিটি ক্লিনিকের সর্বত্রই রোটারি ডাক্তার আছেন। তাদের অনেকেই নিজ নিজ দেশে রেডক্রসের প্রধানও। এই কারণে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক কিছু এখানে সরাসরি আসে। শহরের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা সুবিধার অভাবগুলো চিহ্নিত করেছি। সেই তালিকা অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি।

এছাড়া চেরক্যাসি রোটারি ক্লাবের সব সদস্য স্বেচ্ছাসেবক সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন স্থানে উচ্ছেদ হওয়া ব্যক্তিদের সাহায্যে কাজ করে যাচ্ছে। রুশ হামলায় বিপর্যস্ত দেশটিতে খাদ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীসহ ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। এর ওপর রয়েছে প্রতিদিনের বোমা হামলা। এ অবস্থা মারাত্মক মানবিক বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

রাশিয়ানরা জানে না, কেন তারা যুদ্ধ করছে। তা সত্ত্বেও তারা বেসামরিক লোকদের হত্যা করছে। এখন পাথরের যুগ নয় যে অযথাই কাউকে খুন করতে হবে। পৃথিবীর সব জাতিকে এ আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত-ঠিক যেভাবে মানুষ কোভিডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কোভিডের মতো বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

ইউক্রেনের ২৫ লাখেরও বেশি মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে। তাদের জরুরি সাহায্যের প্রয়োজন রয়েছে। জাতিসংঘের অনুমানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫০ লাখও হতে পারে। এ অবস্থায় ইউরোপ এবং সারা বিশ্বের রোটারি ক্লাবগুলো তাদের ত্রাণ কাজ বাড়িয়ে দিয়েছে।

বিশ্বব্যাপী ১ কোটি চল্লিশ লাখ রোটারিয়ান রয়েছেন ৪৬ হাজার ক্লাবের অধীনে। সদস্যরা বিশ্বাস করেন বৈশ্বিক মিশনের মূল ভিত্তি হচ্ছে শান্তি। আমরা তাই ইউক্রেনে শান্তি ফেরাতে এ উদ্যোগ নিয়েছি। রোটারি সদস্যরা এখন তাদের ফোকাস পরিবর্তন করেছে এবং ইউক্রেনের জনগণের জন্য মানবিক সহায়তা এবং জরুরি প্রয়োজনীয় পণ্যসামগ্রী সংগ্রহ ও বিতরণ করছে। তারা খাদ্য, ওষুধ, ব্যান্ডেজ এবং জেনারেটরের মতো প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য অর্থ সংগ্রহ করছে।

এগিয়ে এসেছে ইউক্রেনের ফেয়ারফিল্ড-সুইসুন রোটারি ক্লাবও। তারা রোটারি ইন্টারন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফান্ডে ৫ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে। আমরা ইউক্রেনে এবং প্রতিবেশী দেশগুলোতে বাস্তুচ্যুত হওয়া লোকজনের প্রয়োজনে সদা প্রস্তুত। আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করছি। সেই সঙ্গে পূর্ব ইউরোপের রোটারি সদস্যদের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি পরিচালনার চেষ্টা করছি।

কনস্তান্তিন সালেঙ্কো : ইউক্রেনের নাগরিক। রাজধানী কিয়েভের বাসিন্দা। পার্শ্ববর্তী শহর চেরক্যাসির মেরিন ট্রান্সপোর্ট ব্যাঙ্কের (এমটিবি) কর্মকর্তা। চেরক্যাসি শাখার প্রধান ও রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব চেরক্যাসির সদস্য।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী