ঢাকা ০২ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
শীতের দাপট বাড়ছে, আসছে একাধিক শৈত্যপ্রবাহ জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ব্রিটিশ এমপি রুপা হক রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের কমিটি ও লগো উন্মোচন নাইট উপাধি পাচ্ছেন লন্ডনের মেয়র সাদিক খান বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে ভারতের কী হবে ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে ৩ অভিবাসীর মৃত্যু সরকারকে ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দিতে হবে পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত শামসুল আলমের মৃত্যু পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত শামসুল আলমের মৃত্যু পাকিস্তানি বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে দক্ষিণ আফ্রিকায়

গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশসহ ৯ দেশ

#

১৩ মার্চ, ২০২৪,  11:14 AM

news image
ত্রাণ পণ্যবাহী ট্রাক

রমজান মাস উপলক্ষ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ত্রাণ হিসেবে ২ হাজার টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশসহ ৯ দেশ।

মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউসের মাধ্যমে এ ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস বলেছে, গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ত্রাণের যত চালান গেছে, সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম। বাংলাদেশ ব্যতীত আরও যে আটটি দেশের ত্রাণ এই চালানে যুক্ত হয়েছে, দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি।

মিসরের অনলাইন সংবাদমাধ্যম আরহাম অনলাইনকে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আবদেল-আলীম কাশতা বলেছেন, ত্রাণ পণ্যবাহী ট্রাকগুলো মিসরের উত্তর সিনাই থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে গাজায় প্রবেশ করবে।  

‘৭ অক্টোবর গাজায় যুদ্ধ বাঁধার পর থেকে রমজান শুরুর আগ পর্যন্ত মোট ৪ হাজার টন ত্রাণ ও মানবিক সহায়তা পণ্য পাঠিয়েছে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি। সর্বশেষ গত ডিসেম্বরে ত্রান পাঠানো হয়েছি।’

‘তবে এ পর্যন্ত সেখানে যত ত্রাণের বহর প্রবেশ করেছে, সেসবের মধ্যে এই বহরটি সবচেয়ে বড়। মোট ৮০টি দেশের অনুদানের ভিত্তিতে বহরটি সাজানো হয়েছে। সবচেয়ে বেশি অনুদান দিয়েছে ৯টি দেশ—ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি,’ আরহাম অনলাইনকে বলেন আবদেল-আলীম কাশতা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী