গাজার পর লেবাননে ইসরাইলের গোলাবর্ষণ
২৭ এপ্রিল, ২০২২, 11:22 AM

NL24 News
২৭ এপ্রিল, ২০২২, 11:22 AM

গাজার পর লেবাননে ইসরাইলের গোলাবর্ষণ
অনলাইন ডেস্ক : স্থানীয় সময় সোমবার (২৫ এপ্রিল) ভোরে লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালানো হয়। এর জবাব দিতেই পাল্টা ওই হামলা চালিয়েছে তেল আবিব। লেবানের যে স্থান থেকে রকেট ছোড়া হয়েছিল তা পুরোপুরি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়।
লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় ট্যাংক থেকে রকেট হামলা চালিয়েছে ইসরাইল। ওই হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তেল আবিব।
তবে হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। আবারও হামলার আশঙ্কায় এরই মধ্যে সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করেছে লেবানন।
গত বছর ইসরাইল-লেবাননের ১১ দিনের যুদ্ধের পর এটিই দুদেশের মধ্যে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ এপ্রিল) ইসরাইলের যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে গাজা উপত্যকা।