ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

খুলে দেওয়া হলো ৬০০ বছরের পুরোনো মসজিদ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৪,  12:03 PM

news image

তুরস্কের আন্তালইয়া অঞ্চলের ঐতিহাসিক সারিহাসিলার মসজিদটি পুনরায় নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে। ৬০০ বছরের পুরোনো এই মসজিদটির সংস্কারের কাজ ২০১৯ সালে শুরু হলেও করোনা মহামারী এবং অন্যান্য কারণে তা দীর্ঘায়িত হয়। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হওয়ার পর, মুসল্লিদের জন্য আবারও উন্মুক্ত হওয়ায় মসজিদটি এলাকায় একটি নতুন প্রাণের সঞ্চার করেছে। স্থানীয় জনগণের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত। কেননা মসজিদটির ইতিহাস ও সাংস্কৃতিক মূল্য তাঁদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।

সারিহাসিলার গ্রাম সংস্কৃতি ও পর্যটন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মেহমেত ওরহান কেন বলেছেন, সংস্কার কাজ শুরু হয় ২০১৯ সালে। এটি সম্পন্ন হতে ১৮ মাস সময় লাগার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সংস্কারের সময় তিন বছর বৃদ্ধি করা হয়। এখন এটি সম্পন্ন হয়েছে এবং নামাজের জন্য মসজিদটি আবারও খুলে দেওয়া হয়েছে।

৬০০ বছর আগে মসজিদটির যে মিরহাব, মিম্বর ও গম্বুজ তৈরি করা হয়েছিল সেগুলো এখনো আছে। বিশেষজ্ঞরা মসজিদটির কাঠের তৈরি ছাদ, দুর্বল হয়ে যাওয়া দেওয়াল, মসজিদটির ওঠানের মেঁঝে এবং বিশ্রাম করার জায়গাটি খুবই সতর্কতার সঙ্গে সংস্কার করেছেন। তাদের লক্ষ্য ছিল কয়েকশ বছরের পুরোনো এই মসজিদটি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। যেন তারাও অসাধারণ এই স্থাপত্যটি দেখতে পারে।

পুরোনো এই মসজিদটির একটি বিশেষ বৈশিষ্ট হলো এটির মিরহাব, মেঁঝে, ছাদ, দরজা, জানালা, নারীদের স্থান, মিম্বর সবকিছু কাঠের তৈরি। ধারণা করা হয় আনাতোলিয়ান সেলজুক আমলে এটি (খ্রিষ্টাব্দ ১৩০৭-১৩০৮) তৈরি হয়।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী