ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

খাশোগি হত্যামামলা থেকে সৌদি যুবরাজ দায়মুক্তি পাওয়ার যোগ্য : যুক্তরাষ্ট্র

#

১৮ নভেম্বর, ২০২২,  8:16 PM

news image

খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তার করা মামলা থেকে দায়মুক্তি পাওয়ার যোগ্য  সৌদি আরবের প্রকৃত শাসক হিসেবে বিবেচিত যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমনটা মনে করেন যুক্তরাষ্ট্র সরকার । 

সৌদি সরকারের সমালোচক হিসেবে সুপরিচিত প্রবাসী সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়েছিল। এর পেছনে দেশের প্রকৃত শাসক হিসেবে বিবেচিত সৌদি যুবরাজের ভূমিকা থাকার অভিযোগ রয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ এ কথা অস্বীকার করে বলেছে, আদেশ অমান্যকারী বিপথগামী সৌদি গোয়েন্দারা নিজেরা এ জন্য দায়ী।মার্কিন গোয়েন্দারা বলেছেন, তারা মনে করেন যুবরাজ মোহাম্মদ যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিক গণতন্ত্রপন্থী খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।আদালতে পেশ করা মামলার কাগজপত্রে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, সৌদি প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ বিন সালমানের নতুন ভূমিকার কারণে তিনি বিচার থেকে অব্যাহতি পাওয়ার যোগ্যতা রাখেন।প্রসঙ্গত গত সেপ্টেম্বর মাসে যুবরাজ মোহাম্মদ দেশের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। খাশোগির সাবেক বাগদত্তা হাতিস চেঙ্গিজ টুইটারে লিখেছেন, এই রায়ের সঙ্গে জামাল ‘আজ আবার মারা গেলেন। ’হাতিস চেঙ্গিজ এবং খাশোগির প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠন ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও (ডন) মিলে তার হত্যাকাণ্ডের জন্য যুবরাজের কাছে ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রে মামলা করেছেন। মামলায় সৌদি নেতা ও তাঁর কর্মকর্তাদের বিরুদ্ধে অপহরণ, মাদক প্রয়োগ ও নির্যাতনের মাধ্যমে জামাল খাশোগিকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, ‘এবার এলো  অব্যাহতি পাওয়ার যোগ্যতা। এসব মিলে বিষয়টা দায়মুক্তিতেই পর্যবসিত হয়। ’ সূত্র : বিবিসি

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী