খালেদা জিয়ার জন্মদিন ৩টি, ৬টি সংস্থার রিপোর্ট হাইকোর্টে দাখিল, রুল শুনানি বুধবার
নিজস্ব সংবাদদাতা
১৪ ডিসেম্বর, ২০২১, 10:32 PM

নিজস্ব সংবাদদাতা
১৪ ডিসেম্বর, ২০২১, 10:32 PM

খালেদা জিয়ার জন্মদিন ৩টি, ৬টি সংস্থার রিপোর্ট হাইকোর্টে দাখিল, রুল শুনানি বুধবার
নথিগুলোর মধ্যে রয়েছে খালেদা জিয়ার জন্মদিন ১৯৪৬ সালের ৮ই মে, ১৫ই আগস্ট ও ৫ই সেপ্টেম্বর । খালেদা জিয়ার এসএসসি পরীক্ষার সনদ, জাতীয় পরিচয় পত্র, বৈবাহিক সনদ, পাসপোর্ট ও এভার কেয়ার হাসপাতালে ভর্তি সংক্রান্ত জন্ম সনদ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এসব নথি দাখিল করা হয়। পরে আদালত এ বিষয়ে বুধবার (১৫ ডিসেম্বর) শুনানির দিন নির্ধারণ করেন।
জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন অর রশিদ এ রিট দায়ের করেন।
রিট আবেদনে খালেদা জিয়ার সকল শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের নথি হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়। রিটে স্বরাষ্ট্র্র মন্ত্রণালয়ের সচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, গুলশান থানার ওসি ও খালেদা জিয়াকে বিবাদী করা হয়।