ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা অনিশ্চয়তায় মালয়েশিয়ার শ্রমবাজার ১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!: সারজিস ভালুকায় মা-শিশুসহ ৩ জনকে গলাকেটে হত্যা, পুলিশের ধারণা আপনজন জড়িত শিক্ষা ও শৃঙ্খলা বিনষ্টের প্রতিবাদে দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মালদ্বীপে ইমিগ্রেশন জটিলতা এড়াতে পাসপোর্ট রিনিউতে হাইকমিশনের পরামর্শ চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু মালয়েশিয়ায় ইমিগ্রেশন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

ক্ষমতার লোভ ভয়ানক, মুজিবের মতো নেতাও নির্বাচনে কারচুপি করেছেন: হাবিবুল আউয়াল

#

নিজস্ব সংবাদদাতা

২৬ জুন, ২০২৫,  5:04 PM

news image
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “ক্ষমতার লোভ ভয়ানক। বাংলাদেশের কোনো নির্বাচন বিতর্কমুক্ত হয়নি। ১৯৭৩ সালের নির্বাচনে শেখ মুজিবের মতো নেতাও কারচুপি করেছেন।” 

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মন্তব্য করেন। এদিন তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

দুপুর ১টা ২৫ মিনিটে হাবিবুলকে কাঠগড়ায় তোলা হয়। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ও আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করেন। আদালত বলেন, “জাতির প্রত্যাশা ছিল, আপনি বিতর্কমুক্ত নির্বাচন করবেন, কিন্তু তা পারেননি।” জবাবে হাবিবুল বলেন, “আমি ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে। তবে আমি কখনো অর্থ আত্মসাৎ করিনি।”

আদালত প্রশ্ন করেন, নির্বাচনী কর্মকর্তাদের ২০-২৫ হাজার টাকা ভাতার পরিবর্তে ৪-৫ লাখ টাকা দেওয়ার কারণ কী? হাবিবুল এর জবাব এড়িয়ে যান। রাতের ভোট প্রসঙ্গে তিনি বলেন, “তখন আমি গভীর নিদ্রায় ছিলাম।” বরিশাল নির্বাচনে মুফতি ফয়জুল করিমের ওপর হামলার প্রসঙ্গে তার মন্তব্য বিতর্কিতভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেন তিনি।

আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘তিনি ৭০ বছর বয়স্ক লোক। ফ্যাসিস্ট হটাতে গিয়ে আমরা যেন ফ্যাসিস্ট হয়ে না যাই। আমি আসামির রিমান্ড বাতিল ও জামিন প্রার্থনা করছি।’ পরে আসামির জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ডের আদেশ দেন বিচারক।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী