ঢাকা ১৭ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবু ধাবি টি–১০: দর্শকদের জন্য দারুণ চমক ‘সুপার ফ্যান কনটেস্ট’ খুলশী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিএনপির প্রস্তুতি সভা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান

ক্ষমতার লোভ ভয়ানক, মুজিবের মতো নেতাও নির্বাচনে কারচুপি করেছেন: হাবিবুল আউয়াল

#

নিজস্ব সংবাদদাতা

২৬ জুন, ২০২৫,  5:04 PM

news image
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “ক্ষমতার লোভ ভয়ানক। বাংলাদেশের কোনো নির্বাচন বিতর্কমুক্ত হয়নি। ১৯৭৩ সালের নির্বাচনে শেখ মুজিবের মতো নেতাও কারচুপি করেছেন।” 

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মন্তব্য করেন। এদিন তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

দুপুর ১টা ২৫ মিনিটে হাবিবুলকে কাঠগড়ায় তোলা হয়। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ও আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করেন। আদালত বলেন, “জাতির প্রত্যাশা ছিল, আপনি বিতর্কমুক্ত নির্বাচন করবেন, কিন্তু তা পারেননি।” জবাবে হাবিবুল বলেন, “আমি ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে। তবে আমি কখনো অর্থ আত্মসাৎ করিনি।”

আদালত প্রশ্ন করেন, নির্বাচনী কর্মকর্তাদের ২০-২৫ হাজার টাকা ভাতার পরিবর্তে ৪-৫ লাখ টাকা দেওয়ার কারণ কী? হাবিবুল এর জবাব এড়িয়ে যান। রাতের ভোট প্রসঙ্গে তিনি বলেন, “তখন আমি গভীর নিদ্রায় ছিলাম।” বরিশাল নির্বাচনে মুফতি ফয়জুল করিমের ওপর হামলার প্রসঙ্গে তার মন্তব্য বিতর্কিতভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেন তিনি।

আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘তিনি ৭০ বছর বয়স্ক লোক। ফ্যাসিস্ট হটাতে গিয়ে আমরা যেন ফ্যাসিস্ট হয়ে না যাই। আমি আসামির রিমান্ড বাতিল ও জামিন প্রার্থনা করছি।’ পরে আসামির জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ডের আদেশ দেন বিচারক।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী