ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ক্ষমতার চেয়ারে যে বসে, সে-ই সবকিছু লুটে খেতে চায়: ধর্ম উপদেষ্টা

#

নিজস্ব সংবাদদাতা

২২ এপ্রিল, ২০২৫,  5:07 PM

news image
ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে, সে-ই সবকিছু লুটেপুটে খেতে চায়। দেশের টাকা বিদেশে পাচার করে, বিদেশে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই।

সোমবার (২১ এপ্রিল) রাত ৮টায় সিলেটের বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের কামালপুর গ্রামে আল হেরা জামেয়া ইসলামিয়া অ্যাকাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালিদ হোসেন।

ধর্ম উপদেষ্টা বলেন, নৈতিক শিক্ষা এখন কেবল মাদ্রাসা থেকেই পাওয়া যায়। মাদ্রাসা অঙ্গণে ইয়াবা খায় না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নেশা করা হয়। মাদ্রাসা শিক্ষায় যারা শিক্ষিত তারা অপরাধের সঙ্গে জড়িত কম হয়। এজন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষাতেও আধুনিকায়ন আনা হয়েছে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, বিশ্বের সব দেশে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ক্লাসের সময় সুনসান নীরবতার মধ্য দিয়ে ক্লাস করে। আর কেবল আমাদের দেশে ক্লাসের সময় শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দেয়। শিক্ষার্থীরা সুকুমারবৃত্তি পরিবার থেকে ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিখবে। শিক্ষাপ্রতিষ্ঠান এখন শিক্ষার্থীদের শিষ্টাচার, ভদ্রতা, নৈতিকতার শিক্ষা দেয় না। আমাদের দুর্ভাগ্য, রাজনীতির দুর্বৃত্তায়নে শিক্ষাব্যবস্থা বন্দি হয়ে আছে। রাজনীতি যদি করতে হয় ক্যাম্পাসের বাইরে গিয়ে রাজনীতি করেন, আর রাজনীতিতে একটা সহমর্মিতা বজায় রাখেন।

আল হেরা জামেয়া ইসলামিয়া অ্যাকাডেমির পরিচালনা কমিটির সভাপতি রফিক মিয়ার সভাপতিত্বে ও অ্যাকাডেমিক প্রধান মাওলানা আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক সহকারী অধ্যাপক ও আল হেরা জামেয়া ইসলামিয়া অ্যাকাডেমির ট্রাস্টি প্রকৌশলী ড. আবুল খয়ের।

এ সময় আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুনতাসির আলী।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী