ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
৩২ নম্বরে হাড়গোড়, আলামত সংগ্রহ করেছে সিআইডি স্টেশনে বাংলা নাম দেখে চটলেন ব্রিটিশ এমপি, সমর্থন দিলেন মাস্ক পাকিস্তানি নৌ মহড়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারত রাজকুমার হ্যারিকে যুক্তরাষ্ট্র ছাড়া করবেন ট্রাম্প ইউক্রেন সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দিল্লির মতো ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ কমিশনের আলী আকবর মিন্টু পুলিশের জালে বিয়ের অনুষ্ঠানে প্রতিপক্ষের গুলিতে বাবা-ছেলে গুলিবিদ্ধ মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য সমালোচনা করলে অনেক উপদেষ্টা খেপে যান: রিজভী

কৃষিজমি নিয়ে পাকিস্তানে সাম্প্রদায়িক সংঘাতে নিহত ৩৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জুলাই, ২০২৪,  3:45 PM

news image
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক সংঘাতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। গত বুধবার আফগান সীমান্তের কাছে অবস্থিত দেশটির কুররাম জেলায় সুন্নিপন্থি মুসলিম মাদাগি ও শিয়াপন্থী মালি খেল উপজাতি গোষ্ঠীর সদস্যদের মধ্যে সশস্ত্র সংঘাতে এই হতাহতের ঘটনা ঘটে। আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, মূলত ভূমি নিয়ে বিবাদ থেকেই এই সংঘাত শুরু হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুর্তজা হুসেইন বলেন, গত বুধবার দুই উপজাতি গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়। পাঁচদিন ধরে চলে সংঘর্ষ।

জানা গেছে, কয়েক দশক ধরেই ওই অঞ্চলে কৃষিজমি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনার মধ্যেই এক বন্দুকধারী সেখানে গুলি চালান। এর কারণে পাশাপাশি বসবাসকারী গোষ্ঠীগুলোর মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা আরও বেড়ে যায়।

মুর্তজা বলেন, এই সংঘাতে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। সরকার এবং স্থানীয় নেতারা জিরগার (উপজাতি পরিষদ) মাধ্যমে লড়াই বন্ধ করার চেষ্টা করছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী