ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস অভিবাসন নিয়ন্ত্রণে কোন পথে হাঁটছে যুক্তরাজ্য

কৃষকদের রোষানলে ব্রিটিশ প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪,  11:50 AM

news image
ছবি: সংগৃহীত

কর আরোপের নতুন নীতির জেরে কৃষকদের তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতা গ্রহণের পর নর্থ ওয়েলসে আয়োজিত ওয়েলশ শ্রম সম্মেলনে দেওয়া তার প্রথম ভাষণে তিনি এই নীতির পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।  

শনিবার দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর হলেও প্রয়োজনীয় এই বাজেট নীতির সিদ্ধান্তগুলো আমি রক্ষা করব। আমাদের অর্থনীতি স্থিতিশীল করতে যা প্রয়োজন, তা আমরা করব। আমি এই সিদ্ধান্ত থেকে পিছপা হব না।”  

অন্যদিকে, সম্মেলনস্থলের বাইরে কয়েকশ কৃষক বিক্ষোভে অংশ নেন। প্রায় ৪০টি ট্রাক্টর নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। কৃষকদের দাবি, নতুন কর নীতি পারিবারিক খামারগুলোকে বিপদের মুখে ফেলবে।  কৃষি খাতে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠবে। এতে কৃষিপণ্যের দাম বেড়ে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।  

কৃষক গ্যারেথ উইন জোনস বলেন, আমরা প্রধানমন্ত্রীকে সতর্ক করতে চাই, যে হাত আপনাকে খাওয়ায়, তাকে কামড় দেবেন না। নতুন নীতি কৃষিক্ষেত্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।  

এই পরিস্থিতিতে স্টারমারের এই বক্তব্য বিতর্ক উসকে দিয়েছে। আগামী মঙ্গলবার (১৯ অক্টোবর) লন্ডনে বৃহত্তর বিক্ষোভের পরিকল্পনা করছে কৃষকরা।  বিরোধীরা বলছেন, স্টারমারের কর নীতি কৃষকদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করবে। এটি দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদী হুমকি হতে পারে।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল