কুয়েতের ব্যাংক থেকে ঋণ নিয়ে উধাও দেড় হাজার ভারতীয়
আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৪, 11:52 AM

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৪, 11:52 AM

কুয়েতের ব্যাংক থেকে ঋণ নিয়ে উধাও দেড় হাজার ভারতীয়
কুয়েতের একটি ব্যাংক থেকে প্রায় ২৫ দশমিক ৫ মিলিয়ন কুয়েতি দিনার ঋণ নিয়ে পালিয়ে গেছেন ১৪২৫ জন ভারতীয়। ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, পলাতকদের মধ্যে বেশ কয়েকজন যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় আশ্রয় নিয়েছেন।
ভারতের কেরালা রাজ্যের ৮০০ নার্সসহ ১৪২৫ জন ভারতীয়দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছে কুয়েতের ব্যাংকটি। অভিযোগ অনুযায়ী, অনেকেই বিদেশে অভিবাসন বা কেরালায় সম্পত্তি কেনার জন্য এই ঋণ নিয়েছিলেন। প্রতারণার কৌশল হিসেবে তারা প্রথমে ছোট অঙ্কের ঋণ নিয়েছিলেন। পরবর্তীতে তারা তা সময়মতো পরিশোধ করে ব্যাংকের আস্থা অর্জন করেছিলেন। পরে বড় অঙ্কের ঋণ নিয়ে তারা পালিয়ে যান।
ভারতীয় সংবাদমাধ্যম ‘মনোরমা’ জানিয়েছে, কুয়েতের ব্যাংকটি কেরালা পুলিশের সঙ্গে ঋণখেলাপিদের তথ্য শেয়ার করেছে। পুলিশ ইতোমধ্যে কেরালার এর্নাকুলাম ও কোট্টায়াম জেলায় ১০টি মামলা নথিভুক্ত করেছে। এছাড়া, তদন্তে প্রায় ১৪০০ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
ব্যাংকের আইনজীবীর বরাত দিয়ে জানা গেছে, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এই প্রতারণাগুলো ঘটেছে। ২০২২ সালের পর ব্যাংক কর্মকর্তারা খেলাপির সংখ্যা বাড়তে দেখে বিষয়টি প্রকাশ্যে আনেন। কুয়েতের ব্যাংক কর্তৃপক্ষ কেরালার সহকারী মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।