ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

কুয়াশায় শীতের আগমনী বার্তা

#

নিজস্ব সংবাদদাতা

২০ অক্টোবর, ২০২৪,  12:05 PM

news image
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মধ্যরাত থেকেই ঝরছে কুয়াশা। দিনে গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীত অনুভব হচ্ছে। 

প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। হেমন্তের সোনালি ডানায় ভর করে আসে শীত। হিমেল হাওয়ায় শান্ত হয় পরিবেশ। কাগজে–কলমে শীত ঋতু শুরু হবে পৌষ মাসে। তবে এর আগেই আগমনী বার্তা দিতে শুরু করেছে প্রকৃতি। 

শীতের আগমনে হঠাৎ কুয়াশা ঘেরা মানিকগঞ্জ। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন হয়ে যায় চারপাশ। এসময় ঢাকা-আরিচা মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে।

হঠাৎ এই কুয়াশায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষ। তবে সকাল সাড়ে ৭টার পর থেকে কুয়াশা কাটতে শুরু করলে সবকিছু স্বাভাবিক হয়।

শীতের আগমনী নিয়ে হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে টাঙ্গাইল। এতে প্রকৃতিতে কিছুটা শীতের আমেজ লক্ষ্য করা গেছে। হালকা হিমেল হাওয়ায় কিছুটা শীত অনুভবও হচ্ছে। গাছের ওপরে জমে আছে শিশির।

টাঙ্গাইল আবহাওয়া অফিসের কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ক্রমান্বয়ে কুয়াশা পড়তে শুরু করেছে। একইসঙ্গে রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে হালকা শীতের অনুভূতি স্পষ্ট হচ্ছে। আগামী মাস থেকে শীত পড়তে শুরু করবে।

ফরিদপুরে হঠাৎ করে আজ ভোর থেকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যায়। শীত না আসলেও হঠাৎ করে কুয়াশা দেখা গিয়েছে। সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশা লক্ষ্য করা যায় শহরজুড়ে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে থাকলে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়। এ ছাড়া নদী এলাকাতে আরও ঘন কুয়াশা লক্ষ্য করা যায়।

এদিকে, ঢাকায় মধ্যরাত থেকে কুয়াশায় ঢেকে যায় রাজধানীর আকাশ। ভোরেও দেখা মেলে কুয়াশার। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী