কুয়াশায় ব্রিটেনের বিমান চলাচল ব্যাহত
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৪, 5:49 PM
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর, ২০২৪, 5:49 PM
কুয়াশায় ব্রিটেনের বিমান চলাচল ব্যাহত
শুক্রবার ঘন কুয়াশার কারণে ব্রিটেনের প্রধান বিমানবন্দরগুলোতে বিমান উড্ডয়ন এবং অবতরণে ব্যাঘাত ঘটে। এয়ার ট্রাফিক কন্ট্রোল অথরিটি (এনএটিএস)-এর তথ্য অনুযায়ী, কুয়াশার কারণে লন্ডনের হিথরো, গ্যাটউইক এবং ম্যানচেস্টার বিমানবন্দরসহ অন্যান্য জায়গায় ফ্লাইট বাতিল বা দেরি করতে হয়েছে।
বিশেষ করে হিথরো এবং গ্যাটউইকে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে অনেক ফ্লাইট নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে অবতরণ করে। এর ফলে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়। এনএটিএস জানায়, “নিরাপত্তার স্বার্থে কুয়াশা পরিস্থিতি বিবেচনায় বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।”
শনিবার পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এনএটিএস তাদের বিবৃতিতে জানায়, “কুয়াশার ঘনত্ব এতো বেশি যে বিমান উড্ডয়ন এবং অবতরণের ক্ষেত্রে নজিরবিহীন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। বিমানবন্দরগুলোতে আমাদের লোকেরা নিবিড় পর্যবেক্ষণ করছে এবং এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করছে।”
যাত্রীদের উদ্দেশ্যে এনএটিএস পরামর্শ দিয়েছে, “তাদের উচিৎ ফ্লাইটের স্ট্যাটাস চেক করা এবং যেকোনো ধরনের পরিবর্তন সম্পর্কে এয়ারলাইন্স থেকে তথ্য নেওয়া।”
যাত্রীদের অভিযোগ, ফ্লাইট দেরি বা বাতিলের কারণে তাদের কাজ এবং ভ্রমণ পরিকল্পনায় উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। কেউ কেউ অভিযোগ করেছেন যে বিমানবন্দরে পর্যাপ্ত তথ্যের অভাবে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
সূত্র: বাসস