কিয়েভে ভারি বিস্ফোরণের শব্দ
১৪ মার্চ, ২০২২, 4:29 PM

NL24 News
১৪ মার্চ, ২০২২, 4:29 PM

কিয়েভে ভারি বিস্ফোরণের শব্দ
অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থানীয় সময় সোমবার বেলা ১১টার দিকে কয়েকটি ভারি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ক্রুজ মিসাইল অথবা ইউক্রেনের বিমান বাহিনীর রুশ বিমান টার্গেটের কারণে এই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ফলে মধ্য কিয়েভের আকাশে ধোঁয়া উড়তে দেখা গেছে।
এর আগে সোমবার ভোরে কিয়েভের উপকণ্ঠের আবাসিক ভবনে হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত হন।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ বলেছে, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে হামলা হয়। এ ঘটনার পর দুজনের লাশ উদ্ধার হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জরুরি সেবা বিভাগ প্রকাশিত ছবিতে দেখা গেছে, ৯ তলাবিশিষ্ট ওই আবাসিক ভবন থেকে ধোঁয়া বের হয়ে আসছে। ভবনের বাসিন্দাদের উদ্ধারে মই ব্যবহার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। সোমবার অভিযানের ১৯তম দিন চলছে।