আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৪, 11:20 AM
কিউবায় দেশজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, জরুরি অবস্থা জারি
কিউবায় প্রধান বিদ্যুৎকেন্দ্র বিকল হয়ে যাওয়ায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে টুইটারের একটি বার্তার মাধ্যমে জানিয়েছে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়। শুক্রবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ে। কতক্ষণে বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার করা সম্ভব হবে, তা এখনও নিশ্চিত করে জানাতে পারেননি কর্মকর্তারা।
মূলত শুক্রবার (১৮ অক্টোবর) মাতানজাসে অবস্থিত বিদ্যুৎকেন্দ্র এন্টোনিও গুইতেরাস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশজুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনা ঘটে।
মাসব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো বিদ্যুতের “জরুরি অবস্থা” ঘোষণা করেছেন। সেইসাথে সব স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার পর্যন্ত বন্ধের ঘোষণাও দেন তিনি।
জনগণকে উচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী যন্ত্রপাতি, যেমন ফ্রিজ ও ওভেন বন্ধ রাখতে এবং জরুরি নয় এমন সরকারি সেবা সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয় মন্ত্রণালয় থেকে।
কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো বৃহস্পতিবার (১৭ অক্টোবর) টেলিভিশনে দেওয়া বার্তায় জানান, বিদ্যুৎ বিভ্রাটের প্রধান কারণ মূলত অবকাঠামোর অবনতি, জ্বালানির ঘাটতি এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা।
জাতীয় বিদ্যুৎ ইউনিয়নের প্রধান আলফ্রেডো লোপেজ ভ্যালদেস বলেন, দেশটি বিদ্যুৎ সংকটের মুখোমুখি হয়েছে এবং জ্বালানির ঘাটতিই এর মূল কারণ।
দেশটিতে বিদ্যুৎ বিভ্রাট এর কারণে শহরাঞ্চলে দেখা দিয়েছে পানি ও খাবারের সংকট।
উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে দীর্ঘদিনের বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছিল।