ঢাকা ০৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েন বিবিসির প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিক্তা মন্দিরের ভিডিওটি বর্ধমানের, বাংলাদেশের নয়: রিউমার স্ক্যানার লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল ১৫ আগস্ট ছুটি নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সংখ্যালঘুদের ভারতে পালানোর দাবি অতিরঞ্জিত: দ্য হিন্দু লন্ডনে মীর্জা ফখরুল একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সকল আসামিকে খালাস দেওয়ার প্রতিবাদে আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি চট্টগ্রামে বোতলজাত সয়াবিনের কৃত্রিম সংকট যুক্তরাজ্যে হাসিনা-ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তি

কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত তিন

#

৩১ ডিসেম্বর, ২০২১,  2:48 PM

news image

ভারতের কাশ্মীরের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জন প্রাণ হারিয়েছেন। পুলিশের দাবি, নিহতরা সবাই বিছিন্নতাবাদী গ্রুপ জয়েশ-ই মোহাম্মদের সদস্য। এই ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় কাশ্মীরে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার জানিয়েছেন, শুক্রবার ভোরে জয়েশ-ই মোহাম্মদ নামে একটি জঙ্গি সংগঠনের ৩ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে সুহাইল আহমেদ নামে এক বিচ্ছিন্নতাবাদী রয়েছেন, যাকে চলতি মাসে পুলিশের একটি বাসে হামলার অভিযোগে খোঁজা হচ্ছিলো।

এর আগে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ ও কুলগ্রাম নামে দুই জেলায় ভারতীয় বাহিনীর সঙ্গে পৃথক গোলাগুলির ঘটনায় ছয় ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত হয়েছেন। কুলগ্রামের মিরহামা এলাকা ঘেরাও করে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর। এক পর্যায়ে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয় বলে জানিয়েছে কর্মকর্তারা।

একই ধরনের অপর ঘটনাটি পার্শ্ববর্তী অনন্তনাগের দোরু এলাকার নওগাম শাহাবাদে ঘটেছে। এখানে গোলাগুলিতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।


logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল