ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

কানাডা-যুক্তরাজ্য থেকে কুরিয়ারে আসছে মাদক, গ্রেপ্তার ৭

#

নিজস্ব সংবাদদাতা

১৯ অক্টোবর, ২০২৪,  11:57 AM

news image
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে দেশে অত্যাধুনিক বিভিন্ন মাদকের প্রবেশ ঠেকানো যাচ্ছে না। বিভিন্ন সময় এলএসডি ও খাতের মতো ভয়াবহ মাদকের সঙ্গে জড়িত একাধিক চক্রও ধরা পড়ে। এবার কানাডা ও যুক্তরাজ্য থেকে অত্যাধুনিক মাদক এনে বিক্রির একটি চক্রকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-  সৈয়দ আনিম আশরাফুল হক, মিজানুর রহমান, মো. মাসুদুর রহমান, অরিন্দম রায়, তুফাইল আহাম্মদ, মোহাম্মদ শোয়াইব ও মোহাম্মদ আহম্মদ। রাজধানীর গুলশান, ভাটারা ও মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের সময় সেসব ব্যক্তির কাছ থেকে কানাডা থেকে অবৈধভাবে আনা ৭৭২ গ্রাম কুশ ও টেট্রাহাইড্রোক্যানাবিনল ৫টি, যুক্তরাজ্য থেকে আনা ১৫০ পিস এক্সটাসি/হ্যাপি ড্রাগ, সিসা ৩৯ কেজি এবং ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি বলছে, এই চক্রের সঙ্গে প্রভাবশালী মহলের কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদেরকে আইনের আওতায় আনতে অভিযান চলছে। 

শুক্রবার (১৮ অক্টোবর) ডিএনসির ঢাকা মেট্রো (উওর) কার্যালয়ের সহকারী পরিচালক রাহ্লু সেন জানান, গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক ডাকযোগে খাদ্য সামগ্রী পাঠানোর আড়ালে ভয়ঙ্কর সব মাদক আনার কাজে দীর্ঘদিন ধরে জড়িত। মাদকগুলো কানাডা ও যুক্তরাজ্যে থাকা চক্রের অন্য সদস্যরা পাঠিয়ে থাকে। কুরিয়ারের মাধ্যমে হাতে পাওয়ার পর বিভিন্ন ধনাঢ্য ব্যক্তির সন্তানদের কাছে বিক্রি করে আসছিলেন। 

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছে এই চক্রের অন্য সদস্যদের নাম পাওয়া গেছে। সেখানে প্রভাবশালী মহলের কয়েকজনের নাম এসেছে। আমরা যাচাইবাছাই করে চক্রের কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী