কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা
০৯ এপ্রিল, ২০২২, 3:28 PM

NL24 News
০৯ এপ্রিল, ২০২২, 3:28 PM

কানাডায় ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক : কানাডায় স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী টরন্টোর একটি পাতাল স্টেশনের প্রবেশপথের সামনে কার্তিক বাসুদেব (২১) নামে ভারতীয় এক ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা কার্তিক বাসুদেব কানাডায় পড়াশোনার পাশাপাশি সেখানকার একটি রেস্তোরাঁয় পার্টটাইম কাজ করতেন।
বাসুদেব কানাডার সেনেকা কলেজে বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। শেরবোর্ন অঞ্চলের সেন্ট জেমস টাউনের সাবওয়ে স্টেশনে ঢোকার সময় গ্লেন রোডের প্রবেশপথের কাছে তাকে কাছ থেকে একাধিক বার গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় বলে জানায় টরন্টো পুলিশ।
বাসুদেবের মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইট বার্তায় লিখেছেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত। তার পরিবারকে জানাই গভীর সমবেদনা।