ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

কানাডায় প্রবাসী শিশু-কিশোরদের নিয়ে ফ্যাশন শো

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মে, ২০২৪,  4:14 PM

news image
ছবি: সংগৃহীত

কানাডার ক্যালগেরির রকি রিজের শেন হোম বিএম ও সেন্টারের ওয়াই এম সিএ ক্রিয়েটিভ থিংকিং স্কুলের আয়োজনে ফ্যাশন শো অনুষ্ঠিত হবে।  এতে অংশ নেবে ক্যালগেরির প্রবাসী বাঙালি কমিউনিটির অর্ধশত শিশু-কিশোর, তরুণ ও তাদের অভিভাবকরা।

ক্রিয়েটিভ থিংকিং স্কু‌লের প‌রিচালক ফা‌হিমা মুস্তান‌জিদ মৌ‌লি ব‌লেন, বাংলা‌দে‌শের সংস্কৃতি ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের শিশু কি‌শোর‌দের মাঝে ছড়িয়ে দেওয়ার ল‌ক্ষ্যে আমাদের এই আয়োজন। একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিশুদের কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপা‌শি তু‌লে ধরা হ‌বে কানাডার সংস্কৃতিও।

তি‌নি ব‌লেন, দিনব্যাপী আয়োজনটি‌তে দুটি গ্রু‌পে অংশগ্রহণ কর‌বে ৬ থে‌কে ৮ বছর বয়সী শিশু ও ৯ থে‌কে ১২ বছর বয়সী কি‌শোররা।

ক্রিয়েটিভ থিংকিং স্কু‌লের ফ্যাসিলিটেটর রুশদা রুবাইয়া ও মুরাদ আনসারী ব‌লেন, আগামী প্রজন্মের কাছে আমা‌দের প্রিয় দেশটাকে তুলে ধরতে এই ফ্যাশন শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। শুধু সংস্কৃতিকেই নয়, অনুষ্ঠা‌নে তু‌লে ধরা হ‌বে আমাদের গৌরব উজ্জ্বল স্বাধীনতার ইতিহাস।

অনুষ্ঠানে বিদেশিরাও অংশগ্রহণ করবে। এছাড়াও সংগীত শিল্পী এস আই টুটুল সংগীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখবেন।

উল্লেখ্য, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য এবং কানাডিয়ান সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন তৈরি হবে বলে মনে করছেন আয়োজকরা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী