কানাডায় ঈদুল ফিতর উপলক্ষ্যে ‘মেগা ঈদমেলা’
১২ এপ্রিল, ২০২২, 11:59 AM

NL24 News
১২ এপ্রিল, ২০২২, 11:59 AM

কানাডায় ঈদুল ফিতর উপলক্ষ্যে ‘মেগা ঈদমেলা’
অনলাইন ডেস্ক : আগামী ১৭ এপ্রিল মুসলিম কমিউনিটিসহ ক্যালগেরির প্রবাসী বাঙালিদের ঈদুল ফিতর উপলক্ষ্যে কেনাকাটা আরও সহজ করতে ইকবাল রহমান রিয়েল এস্টেট আয়োজন করতে যাচ্ছে 'মেগা ঈদমেলা'।
প্রবাসী বাঙালিদের নিয়ে এই ঈদ মেলাকে সাফল্যমণ্ডিত করতে ক্যালগেরির ‘উৎসব সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন আয়োজক ইকবাল রহমান, বারাকা অ্যাপারেলের স্বত্বাধিকারী আরিফা রব্বানী, হুরে জান্নাত মৌ, কমিউনিটি ব্যক্তিত্ব সমাজতাত্ত্বিক বিশ্লেষক মো. মাহমুদ হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’র প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল।
সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচি ও লিখিত বক্তব্য পাঠ করেন ইকবাল রহমান। তিনি জানান, 'মেগা ঈদমেলা'র মূল লক্ষ্য হচ্ছে— সবাই যেন এ মেলা থেকে তাদের পছন্দের পোশাক ও বিশেষ করে মহিলারা তাদের পোশাকসহ সাজসজ্জার সবকিছুই কিনতে পারে। বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তানের পোশাক এখানে পাওয়া যাবে। মেগা ঈদ মেলা দুপুর সাড়ে ১২টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে।
মেলায় থাকবে রঙবেরঙের বাহারি শাড়ি, বিভিন্ন ধরনের পোশাকের স্টল, জুয়েলারি সরঞ্জাম, হেনা/মেহেদিসহ আকর্ষণীয় বিভিন্ন ধরনের উল্লেখযোগ্যসংখ্যক স্টল। এ ছাড়া মেলায় ইফতারির সুব্যবস্থা রয়েছে।