ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

করের প্রভাব কর্মীদের বেতনে পড়বে না: যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৪,  6:47 PM

news image
ছবি: সংগৃহীত

লেবার পার্টির ঘোষিত কর বৃদ্ধির প্রভাব কর্মীদের বেতনে পড়বে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন। আগামী সপ্তাহে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। রোববার সকালে ফিলিপসন জানান, অর্থমন্ত্রী র‌্যাচেল রিভসের পরিকল্পিত কর বৃদ্ধির ফলে কর্মীদের আয়ের ওপর কোনো প্রভাব পড়বে না।

অর্থমন্ত্রী বুধবার জাতীয় বীমা (ন্যাশনাল ইন্স্যুরেন্স) অবদানে বৃদ্ধি ঘোষণা করতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। এ পদক্ষেপটি ৮.৫ বিলিয়ন থেকে ২০ বিলিয়ন পাউন্ডের তহবিল সংগ্রহে সহায়তা করতে পারে। তবে, মন্ত্রীরা বলছেন, কর্মী জাতীয় বীমার হার বাড়ানোকে ‘কর্মজীবী মানুষদের’ ওপর কর বাড়ানো হিসেবে গণ্য করা হবে না।

বিবিসি ওয়ানে দেয়া সাক্ষাৎকারে ফিলিপসন বলেন, “আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম যে, আমরা কর্মজীবী মানুষদের জন্য ভ্যাট, জাতীয় বীমা বা আয়করে কোনো বৃদ্ধি করব না। এই বাজেটের পর কর্মজীবী মানুষরা তাদের বেতনে কোনো কর বৃদ্ধি দেখতে পাবেন না। কারণ আমরা জানি, মানুষকে অনেক চাপে রাখা হচ্ছে।”

এবারের বাজেটে প্রায় ৪০ বিলিয়ন পাউন্ড মূল্যের কর বৃদ্ধি ও ব্যয় কাটছাঁটের পাশাপাশি সরকার দীর্ঘমেয়াদী অবকাঠামো খাতে বিনিয়োগ করতে পরিকল্পনা করছে। অর্থমন্ত্রী রিভস বলেন, “১৯৪৫ সালে আমরা যুদ্ধোত্তর পুনর্গঠন করেছিলাম। ১৯৬৪ সালে প্রযুক্তির ‘হোয়াইট হিট’ দিয়ে পুনর্গঠন এবং ১৯৯৭ সালে আমাদের সরকারি সেবাগুলি পুনর্গঠন করেছিলাম। এবারও সেই উদ্যোগ দরকার।”

প্রস্তাবিত প্রধান কর বৃদ্ধির মধ্যে রয়েছে জাতীয় বীমার অবদানে ব্রিটিশ পাউন্ডের ১ পয়সা বা ২ পয়সা বৃদ্ধি এবং কোম্পানিগুলোর অবদানের শুরু সীমা কমানো। এছাড়া শিক্ষার ফি ওপর ভ্যাট বৃদ্ধি, জমির উত্তরাধিকার কর বৃদ্ধি এবং শেয়ার বিক্রির মাধ্যমে অর্জিত মূলধন লাভের ওপর কর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী