ঢাকা ১৭ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

কনজারভেটিভ দলের নতুন নেতা হয়ে ইতিহাস গড়লেন কেমি বেডেনক

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২৪,  6:30 PM

news image
ছবি: সংগৃহীত

কনজারভেটিভ দলের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন কেমি বেডেনক। তিনি রবার্ট জেনরিককে পরাজিত করে দলের সদস্যদের ভোটে এই পদে অধিষ্ঠিত হন।

শনিবার সকালে কেন্দ্রীয় লন্ডনে ঘোষিত ফলাফলে দেখা যায়, বেডেনক ৫৩ হাজার ৮০৬ ভোট পেয়েছেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বী জেনরিক পেয়েছেন ৪১ হাজার ৩৮৮ ভোট। এখন তিনি বিরোধী দলের নেতা হিসাবে ঋষি সুনাকের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

নাইজেরিয়ায় বেড়ে ওঠা ব্যাডেনোচ হলেন প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি যুক্তরাজ্যের একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। ২০১৭ সাল থেকে সংসদ সদস্য হিসেবে কাজ করে আসা বেডেনক। এর আগে ছায়া হাউজিং সেক্রেটারি ছিলেন। তিনি যুক্তরাজ্যের প্রধান কোনো দলের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা হওয়ার ইতিহাস তৈরি করলেন।

ফলাফল ঘোষণার পর এক ভাষণে বেডেনক বলেন, “বিপুল নির্বাচনী পরাজয়ের পর আমাদেরকে সত্যিকারের কথা বলতে হবে। স্বীকার করতে হবে আমাদের ভুলগুলো। আমাদের নীতিগত স্তরের পতন হয়েছে তা মেনে নিতে হবে। সত্য প্রকাশের সময় এসে গেছে।”

তিনি প্রতিদ্বন্দ্বী জেনরিকের প্রশংসা করে বলেন, “আপনি এবং আমি জানি যে আমাদের মতপার্থক্য খুবই সামান্য। আমি নিশ্চিত যে আপনি আমাদের দলের উন্নতির জন্য বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

তিনি আরও বলেন, “আমাদের সামনে থাকা কাজ কঠিন হলেও স্পষ্ট। প্রধান বিরোধী দল হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হলো এই লেবার সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা। দ্বিতীয়ত, আসন্ন নির্বাচনের জন্য নিজেদের প্রস্তুত করা। যাতে কনজারভেটিভদের সুনির্দিষ্ট অঙ্গীকার এবং কার্যকর পরিকল্পনার মাধ্যমে যুক্তরাজ্যের জন্য উন্নত প্রশাসন গঠন করা যায়।”

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী