ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ওয়েটারের চাকরির জন্য ভারতীদের দীর্ঘ লাইন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ অক্টোবর, ২০২৪,  10:38 AM

news image
ছবি: সংগৃহীত

কানাডার ‘তন্দুরি ফ্লেম’ রেস্টুরেন্টের বাইরে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী ‘ওয়েটার’ পদে চাকরির ইন্টারভিউয়ের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, প্রতি বছর ভারত থেকে বিপুল সংখ্যক তরুণ শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশ্যে কানাডায় পাড়ি জমায়। সারা বিশ্বে মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ায় কানাডাতেও জীবনযাপনের ব্যয় অনেক বেড়ে গেছে। এ কারণে কানাডায় থাকা ভারতীয় শিক্ষার্থীরা জীবিকার তাগিদে যেকোনো ধরনের কাজের খোঁজ করছেন। 

ভিডিওতে লাইনে দাঁড়িয়ে থাকা আগম্ভীর সিং নামের এক তরুণ হতাশা প্রকাশ করে বলেন, “আমি দুপুর ১২টার দিকে এখানে এসে দেখি বিশাল লাইন। এর আগে আমি ওয়েটারের চাকরির জন্য অনলাইনে আবেদন করেছিলাম। কিন্তু এত আবেদনকারী দেখে মনে হচ্ছে, চাকরিটা পাব না।”

কানাডার বর্তমান চাকরির বাজারের পরিস্থিতি বেশ নাজুক। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় বেকারত্বের হার প্রায় ৬.৪ শতাংশ। এছাড়া, সেপ্টেম্বর মাসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, কানাডায় প্রতি ছয় জনের মধ্যে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে।

অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে কানাডা সরকার ২০২৫ সাল থেকে স্টুডেন্ট ভিসার সংখ্যা ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার জানিয়েছে, বর্তমানে প্রায় ১৩ লাখ ৩৫ হাজার ভারতীয় শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করছে। এর মধ্যে কানাডায় ৪ লাখের ওপরে ভারতীয় শিক্ষার্থী রয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী