নিজস্ব সংবাদদাতা
০৭ অক্টোবর, ২০২৪, 3:48 PM
ওয়েজবোর্ড প্রসঙ্গ এলেই সম্পাদক-মালিকেরা বিরোধিতা শুরু করে: তথ্য উপদেষ্টা
গণমাধ্যমের ওয়েজবোর্ড প্রসঙ্গ এলেই সম্পাদক-মালিকেরা বিরোধিতা শুরু করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘সাংবাদিকতা কেন পেশা হয়ে উঠতে পারেনি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই। জুলাই আন্দোলনে সাংবাদিকরা ভূমিকা রাখার চেষ্টা করলেও নানা চাপের কারণে তা পারেনি। অন্যদিকে ৯০-এর গণঅভ্যুত্থানে সাংবাদিকরা একসঙ্গে যে ভূমিকা রেখেছিল, ২৪-এ তা দেখা যায়নি। গণমাধ্যমকে স্বাধীন করতে পৃথক কমিশনের কথাও জানান তথ্য উপদেষ্টা।
এদিকে সংস্কার বিষয়ক আলোচনায় সাংবাদিকদের বেতন কাঠামোকে অন্যতম সমস্যা হিসেবে তুলে ধরেন সাংবাদিকেরা। গার্মেন্টস কর্মীদের চেয়ে কম বেতনে কাজ করার মতো করুণ বাস্তবতাসহ নানা অভিজ্ঞতা তুলে ধরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জন্য অভিন্ন ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান বক্তারা।
গণমাধ্যমকে গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানের প্রভাবমুক্ত করার আহ্বানও জানান জ্যেষ্ঠ সাংবাদিকেরা।