ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

এবার পূজামণ্ডপে গীতা পাঠ করলেন জামায়াতের নেতা

#

নিজস্ব সংবাদদাতা

১২ অক্টোবর, ২০২৪,  10:00 AM

news image

চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপে ইসলামি সংগীত বিতর্কের পর এবার পূজামণ্ডপে গীতা পাঠ করে আলোচনায় এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিয়ার রহমান। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য। 

গত ১০ অক্টোবর রাত ১০টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামনদাহ হরিতলা পালপাড়া পূজামণ্ডপে গীতা পাঠ করেন তিনি। তার এই গীতা পাঠের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তা নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, ওই রাতে বাজেবামনদাহ হরিতলা পালপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে যান কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। অন্যান্যদের বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে অধ্যাপক মতিয়ার রহমান ইসলাম ও সনাতন ধর্ম সম্পর্কে আলোচনা করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি গীতা পাঠ করেন। সেই সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি ও শঙ্খ বাজান। গীতা পাঠ শেষে আগামীতে নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “আমি ইসলামি আদর্শের একজন হলেও আমার ভেতর একজন ভালো সনাতনী হিন্দু ব্রাহ্মণ ও একজন ভালো মুসলিমও বাস করেন।” বাজেবামনদাহ হরিতলা পালপাড়া পূজামণ্ডপের আহ্বায়ক কমিটির সভাপতি গুরুদাস বিশ্বাস বলেন, “মতিয়ার রহমান আমাদের ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান দিয়েছেন এবং পরে গীতা থেকে একটি শ্লোক পাঠ করেছেন।”

চট্টগ্রামে ইসলামি সংগীত গাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার মাঝে অধ্যাপক মতিয়ার রহমানের গীতা পাঠকে ধর্মীয় সহনশীলতার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তবে কিছু ব্যক্তি এটিকে ‘বাড়াবাড়ি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী