এবার গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি অভিযান, নিহত ৭০
আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন, ২০২৪, 9:54 AM

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন, ২০২৪, 9:54 AM

এবার গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি অভিযান, নিহত ৭০
উত্তর ও দক্ষিণাঞ্চলের পর এবার গাজার মধ্যাঞ্চলে অভিযান চালাচ্ছে ইসরায়েল। অভিযানের মধ্য দিয়ে বুরেজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চল ও গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহর নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গাজার
মধ্যাঞ্চলে তীব্র বোমা হামলার কথা
জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। দাতব্য সংস্থা মেডেসিনস স্যান্স ফ্রন্টিয়েরেস জানিয়েছে, হামলায় অনেকে হতাহত হয়েছে। মঙ্গলবার থেকে অন্তত ৭০
জনের মরদেহ ও ৩০০ জন
আহত ব্যক্তিকে দেইর আল-বালাহ
শহরের আল-আকসা হাসপাতালে
আনা হয়েছে। নিহতদের অধিকাংশ নারী ও শিশু
বলে জানিয়েছে দাতব্য সংস্থাটি।
ইসরায়েলের দাবি, তাদের সেনারা ‘সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের অবকাঠামোর বিরুদ্ধে’ অভিযান শুরু করেছে। বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।
এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির লক্ষ্যে আলোচনা চলছে। আমেরিকা, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের মধ্যে দোহা এবং কায়রোতে আলোচনা চলার সময় এমন অভিযানের খবর এল।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামাসের আকস্মিক হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া ওই সময় অন্তত ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এরপর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ৮ মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে সাড়ে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে ৮৩ হাজারের বেশি মানুষ।