সংবাদ শিরোনাম
একটির উপর আরেকটি, এভাবে ৪টি ডিম সাজিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ইয়েমেনি যুবক
১৩ ফেব্রুয়ারি, ২০২২, 5:13 PM

NL24 News
১৩ ফেব্রুয়ারি, ২০২২, 5:13 PM

একটির উপর আরেকটি, এভাবে ৪টি ডিম সাজিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ইয়েমেনি যুবক
শনিবার তুরস্কের ইস্তাম্বুলে এই রেকর্ড অর্জন করেছেন ইয়েমেনের নাগরিক মোহাম্মদ মুকবেল। এরআগে গত বছর এভাবে তিনি তিনটি ডিম সাজিয়ে রেকর্ড গড়েছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
মুকবেল জানান, এটি দেখতে সাধারণ মনে হলেও কাজটি অনেক কঠিন। ভারসাম্য বজায় রাখার শিল্পের সাথে প্রচণ্ড ধৈর্য, মনোযোগ এবং প্রশান্তি জড়িত। অসাধ্য কাজটি সাধনের সেই রহস্য জানিয়েছেন মুকবেল, ভরকেন্দ্র খুঁজে পেলেই একটি ডিমের ওপর আরেকটি ডিম রাখা সম্ভব। তবে তিনি উল্লেখ করেন, প্রতিটি ডিমের জন্যই ভরকেন্দ্র আলাদা হওয়ায় কাজটি খুব কঠিন। - আমাদের সময়
সম্পর্কিত