একই দিনে তিন বোনকে বিয়ে করলেন যুবক
০৫ মার্চ, ২০২২, 2:38 PM

NL24 News
০৫ মার্চ, ২০২২, 2:38 PM

একই দিনে তিন বোনকে বিয়ে করলেন যুবক
অনলাইন ডেস্ক : আফ্রিকার দেশ কঙ্গোতে এক পরিবারের তিন বোনের বিয়ে একই দিনে সেটা হতেই পারে, কিন্তু সেটা যদি হয় তিন বোনের বর একজনই তখন চমকে যাওয়া ছাড়া উপায় নেই। এমনটাই ঘটেছে কঙ্গোতে।
তিন বোনই ভালোবাসেন এক যুবককে। তিনজন মিলে ভালোবাসা ভাগাভাগি করে নিলেন। একসঙ্গে একই দিনে বিয়ে করলেন তাদের প্রেমিককে।
একসঙ্গে তিন বোনকে বিয়ে করা ওই যুবকের নাম লুইজো। তার বয়স ৩২ বছর। আর তিন বোনের নাম নাতালি, নাদেগে ও নাতাশা। লুইজোর বাড়ি কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের কারেন এলাকায়।
এদিকে তিন যমজ বোনকে বিয়ে করার ঘটনা রীতিমতো ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।
এমন ঘটনার জন্ম দিয়ে ভাইরাল হয়ে পড়া লুইজো স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সামাজিক যোগাযোগামাধ্যমে আমার প্রথমে নাতালির সঙ্গে পরিচয় হয়। আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দেখা করার সিদ্ধান্ত নেই আমরা। আমাদের দেখাও হয়। সেখানে দুই বোন নাদেগে ও নাতাশার সঙ্গে পরিচয় করিয়ে দেন নাতালি।
লুইজো জানান, এতে তিনি ধন্দে পড়ে যান। তিন জন দেখতে অবিকল একইরকম। কে যে তার আসল প্রেমিকা নাতালি তা বারবারই ভুল করতে থাকেন। পরবর্তী সময় বাকি দুজনের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন লুইজো।
একই ছেলেকে কেন বিয়ে করলেন প্রশ্নে তিন বোন বলেন, লুইজো যখন আসতো, আমরা একেকবার একেকজন তার কাছে যেতাম। কিন্তু সে আমাদের আলাদা করতে পারতো না। এভাবে আমরা সবাই তার প্রেমে পড়ে যাই। প্রথমে এটি ধাঁধার মতো ছিল, কিন্তু পরে কোনো কিছুই আর থামাতে পারেনি। কারণ লুইজোও আমাদের প্রেমে পড়ে গিয়েছিল।