এই প্রতারককে ধরিয়ে দিন
নিজস্ব সংবাদদাতা
০৮ জুলাই, ২০২৩, 12:38 AM

নিজস্ব সংবাদদাতা
০৮ জুলাই, ২০২৩, 12:38 AM

এই প্রতারককে ধরিয়ে দিন
চট্টগ্রাম কোর্ট বিল্ডিংস্থ শাপলা ভবনের নিচে স্টেশানারী ও বিকাশ, নগদ, অনেক কিছুর এজেন্ট নিয়ে কোর্টে বিল্ডিং বিভিন্ন আইনজীবীদের সাথে সম্পর্ক করে বিভিন্ন সময় হওলাদ নিয়ে প্রায় ২০ লক্ষাদিক টাকা নিয়ে পালালো মীর কাশেম নামের এক জৈনক ব্যক্তি।
জানা যায়, মীর কাশেম চট্টগ্রাম আনোয়ারা থানাধীন রায়পুর ইউনিয়ন চুম্মা পাড়ার পুচ্চলীর বাড়ির মৃত মুন্সি মিয়ার পুত্র মীর কাশেম।
এই ব্যাপারে ভুক্তভোগী, আইনজীবী ওয়াহিদুজামান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার থেকে তার মায়ের অপারেশন করার কারণ দেখিয়ে আবেগ সৃষ্টি করে টাকা নিল প্রচারক মীর কাশেম। আমি এখন মামলার প্রস্তুতি নিচ্ছি।
আরও এক আইনজীবী সহকারী পিপলু শীল বলেন,দীর্ঘ দিন ধরে আমাদের কোর্টে দোকান করে। আমরা ও মাঝে মাঝে ওখানে নগদ, এবং বিকাশে টাকা আদান প্রদান করার জন্য যাইতাম সেই সুবাসে আমার কাছে মিনতি করে টাকা হওলাদ এর জন্য। পরে আমি বিভিন্ন ধাপে ৪ থেকে ৫ লক্ষাধিক টাকা হওলাদ দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন আইনজীবী বলেন, আমাদের থেকে ব্যবসার কথা বলে, মায়ের অপারেশনের কথা বলে আরও বিভিন্ন কারণ দেখিয়ে আবেগ সৃষ্টি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালালো প্রতারক মীর কাশেম।