উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন
১৪ জুলাই, ২০২২, 4:02 PM

NL24 News
১৪ জুলাই, ২০২২, 4:02 PM

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইউক্রেন
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে 'স্বাধীন প্রজাতন্ত্রের' স্বীকৃতি দেওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে কিয়েভ। পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন।
এর আগে রাশিয়া ও সিরিয়া ইউক্রেনের ডনবাসের দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এবং লুহানস্ক পিপলস রিপাবলিককে (এলপিআর) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। তৃতীয় দেশ হিসেবে উত্তর কোরিয়া স্বীকৃতি দিল।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এই পদক্ষেপকে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করতে পিয়ংইয়ংয়ের একটি প্রচেষ্টা বলে মনে করি আমরা।’বৃহস্পতিবার কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোকে স্বীকৃতি দিয়ে দুই অঞ্চলের সমকক্ষদের কাছে চিঠি পাঠিয়েছেন উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন-হুই। এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।