NL24 News
২৩ জানুয়ারি, ২০২২, 11:02 PM
ইয়েমেনে সৌদি জোটের হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা
আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আর এই হামলার ফলে দারিদ্রপীড়িত ইয়েমেনের অনেক সম্পদ নষ্ট হচ্ছে।
তাই ইয়েমেনে সৌদি জোটের হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা। গতরাতে ফিলিস্তিনের গাজার অধিবাসীরা মজলুম ইয়েমেনিদের প্রতি সংহতি প্রকাশ করে নানা শ্লোগান দেন।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের ডাকে এই বিক্ষোভের আয়োজন করা হয়। সংগঠনটির প্রভাবশালী নেতা খালিদ আল বাতাশ এই বিক্ষোভ মিছিলে দেওয়া ভাষণে বলেছেন, ইয়েমেনের মজলুম জনগণের বিরুদ্ধে সৌদি জোটের হামলার নিন্দা জানাচ্ছি।
তারা ইসরাইলের হত্যা-নৃশংসতা ও দখলদারির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে ইয়েমেনের বেসামরিক মুসলিম জনগণকে হত্যা করছে।
বিক্ষোভকারীরা অবিলম্বে এ ধরণের ভ্রাতৃঘাতী তৎপরতা বন্ধ করতে সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।