ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস অভিবাসন নিয়ন্ত্রণে কোন পথে হাঁটছে যুক্তরাজ্য

ইসলামি মহাসম্মেলনে জনতার ঢল

#

নিজস্ব সংবাদদাতা

০৫ নভেম্বর, ২০২৪,  12:13 PM

news image
ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ব ঘোষিত ইসলামি মহাসম্মেলনে অংশ নিতে আজ মঙ্গলবার ভোর থেকেই আলেম-ওলামা ও সাধারণ মানুষ ভিড় জমাচ্ছেন। দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং ইসলামের রক্ষণাবেক্ষণের লক্ষ্যে আয়োজিত এই সম্মেলন শুরু হয় সকাল ৯টায় এবং চলবে দুপুর ১টা পর্যন্ত।

সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামাতের অভ্যন্তরে মতবিরোধের কারণে বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজন করা হচ্ছে। সাধারণত মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা দ্বিতীয় পর্বে ইজতেমা আয়োজন করেন। তবে এবছর তারা প্রথম পর্বে ইজতেমার দাবি জানালে কওমি আলেমরা তা প্রতিহত করতে এই ইসলামি মহাসম্মেলনের ডাক দেন। 

সোমবার এই বিষয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উভয়পক্ষকে ডাকা হয়েছিল। তবে উপস্থিত হন কেবল মাওলানা সাদের অনুসারীরা। মন্ত্রণালয় সভা শেষে দুই পর্বের ইজতেমার তারিখ নির্ধারণ করলেও, কোন পক্ষ কোন পর্বে ইজতেমা করবে তা পরে ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়। 

মাওলানা সাদের অনুসারীদের প্রতিনিধি মুয়ায বিন নুর বলেন, “আমরা বৈষম্য চাই না, প্রথম পর্বে ইজতেমা করতে চাই। মাওলানা সাদকে যেকোনো মূল্যে দেশে আনতে চাই।”

এ বিষয়ে জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক জানান, “দাওয়াত ও তাবলিগের শান্তিপূর্ণ কাজে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা প্রথম পর্বে ইজতেমা করার চেষ্টা করছেন। যা দাওয়াত ও তাবলিগের মূল মেহনতকে ব্যাহত করছে।” তিনি আরও বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন ইসলামের ঐক্য ও কওমি মাদরাসার রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল