ইসরায়েলে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন, ২০২৪, 2:57 PM

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন, ২০২৪, 2:57 PM

ইসরায়েলে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ
ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার সকালে এসব রকেট ছোড়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত ৮ মাস ধরে চলা গাজা যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো অন্যতম বড় রকেট হামলা। তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলের টাইবেরিয়াস শহরকে লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন। এর জেরে হিজবুল্লাহ এই রকেট হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লেবাননের জোয়াইয়া শহরে আবু তালেব আব্দাল্লাহ ওরফে আবু তালেবকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে রয়টার্সকে জানিয়েছে, সম্ভবত বৈঠক চলাকালে তাদের টার্গেট করা হয়েছে। আবদাল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তের মধ্যাঞ্চলে হিজবুল্লাহর কমান্ডার ছিলেন এবং সবচেয়ে জ্যেষ্ঠ নেতা ছিলেন। এই হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।
হিজবুল্লাহর রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে অন্তত ৯০টি রকেট উত্তর ইসরায়েল প্রবেশ করেছে। এর মধ্যে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে। আর কিছু রকেট পড়ে বিভিন্ন স্থানে আগুন লেগেছে। তবে এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।