ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে শক্তিশালী হতে পারে হামাস: ক্যামেরন
নিজস্ব সংবাদদাতা
১৩ মে, ২০২৪, 11:51 AM

নিজস্ব সংবাদদাতা
১৩ মে, ২০২৪, 11:51 AM

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করলে শক্তিশালী হতে পারে হামাস: ক্যামেরন
যুক্তরাজ্য যদি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে তবে এই সুযোগে হামাস আরও শক্তিশালী রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কার কথা ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সেক্রেটারি লর্ড ক্যামেরন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যদিও রাফায় ইসরায়েলি আগ্রাসনের সমর্থন করছেন না এই ব্রিটিশ রাজনীতিবিদ। তিনি বলেন, যুক্তরাজ্য ইসরায়েলের অস্ত্রের মাত্র ১% সরবরাহ করে। তবে যুক্তরাজ্য সবসময়েই ইসরায়েলকে বেসামরিক নাগরিকদের রক্ষা করার কথা বলেছে।
জাতিসংঘের তথ্যমতে, গত সোমবার থেকে ৮০,০০০ এরও বেশি মানুষ রাফাহ সীমন্ত এলাকা ছেড়ে গেছে। ইসরায়েলি ট্যাঙ্কগুলো ওই এলাকার কাছাকাছি এসে জড়ো হচ্ছে। এতে আতঙ্কে রয়েছে সেখানকার স্থানীয়রা।