ইসরায়েলি হামলায় গাজার আকাশে উড়ছে মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল, ২০২৫, 3:43 PM

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল, ২০২৫, 3:43 PM

ইসরায়েলি হামলায় গাজার আকাশে উড়ছে মরদেহ
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার মাত্রা দিনকে দিন ভয়াবহ রূপ নিচ্ছে। রক্তাক্ত এ যুদ্ধে বোমার ধাক্কায় আকাশে উড়ে যাওয়া মানুষের মরদেহের রোমহর্ষক দৃশ্য বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের ওপর কালো ধোঁয়া। তারই মাঝে খেয়াল করলে চোখে পড়বে উড়ন্ত মানবদেহ। বোমার আঘাতে ক্ষত-বিক্ষত, ছিন্নভিন্ন মানবশরীর। বিস্ফোরণের ধাক্কায় আকাশে উড়ছে মরদেহ। এবার এমন বীভৎসতার সাক্ষী হয়েছে গাজা। সেই রোমহর্ষক দৃশ্য ধরা পড়েছে স্থানীয় সাংবাদিকের ক্যামেরায়। যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মৃত্যুপুরীতে পরিণত গাজার মাটিতে এমন মর্মান্তিক দৃশ্য যেন মানবসভ্যতার মুখে এক চপেটাঘাত!
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় গাজার বিভিন্ন এলাকায় নিহত হয়েছেন ৬০ ফিলিস্তিনি। আহতের সংখ্যা আরও বহুগুণ। তবে সংখ্যার চেয়েও বড় কথা, যুদ্ধের এই নৃশংসতায় শিশু, নারী ও বেসামরিক মানুষেরা প্রাণ হারাচ্ছেন প্রতিদিন। জাতিসংঘের তথ্যমতে, গত দেড় বছরে ১৭ হাজারেরও বেশি শিশু ইসরায়েলি হামলার শিকার হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তায় গাজার মানুষের আর্তনাদ যেন মহাশূন্যে হারিয়ে যাচ্ছে।
এদিকে ভাইরাল হওয়া ভিডিওটিতে বোমার আঘাতে উড়ে যাওয়া মানুষের লাশ দেখে সামাজিক মাধ্যমে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, "এটি যুদ্ধ নয়, গণহত্যা!" অন্যদিকে, শায়খ আহমাদুল্লাহর কথায় ফুটে উঠেছে বেদনা: "বিশ্ববাসী শুধু দর্শক হয়ে আছে, যেন রোমের গ্ল্যাডিয়েটর অ্যারেনায় রক্তপাতের খেলা!" গাজার আকাশে আজ ধোঁয়া আর মৃত্যুর ছায়া—কী উত্তর দেবে মানবতা?