ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
১৪ এপ্রিল, ২০২২, 12:40 PM

NL24 News
১৪ এপ্রিল, ২০২২, 12:40 PM

ইসরায়েলি সেনার গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর কথিত সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিবাদে বুধবার রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনিরা বিরুদ্ধে বিক্ষোভের সময় নাবলুস শহরে ইসরায়েলি সেনারা এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এএফপির প্রতিবেদন অনুসারে, বুধবার (১৩ এপ্রিল) নাবলুস শহরে আগ্রাসনের সময় ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর ছোড়া গুলি বুকে বিদ্ধ হলে মুহাম্মদ হাসান মুহাম্মদ আসাফ (৩৪) নামে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মন্ত্রণালয় জানায়।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও তারা আগেই বলেছিল, সেনারা নাবলুস এবং পশ্চিম তীরের অন্যান্য শহরগুলোতে “সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে”।
এদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট মেডিকেল সার্ভিস সাইট এবং কাছাকাছি একটি গ্রামের ৩১ জন আহত হয়েছে, যার মধ্যে ১০ জন আগুনে পুড়ে আহত হয়েছেন।
গত তিন সপ্তাহে ইসরায়েলে চারটি হামলায় ১৪ জন নিহত হওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিম তীরে অভিযান ও গ্রেপ্তার বাড়িয়েছে, যার মধ্যে গত সপ্তাহে তেল আবিবের উপকূলীয় মহানগরীর কেন্দ্রস্থলে গুলিবর্ষণের ঘটনাও আছে।
এএফপির তথ্য অনুযায়ী, একই সময়ে ইসরায়েলি বাহিনী হামলাকারীসহ ১৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদিকে ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব পশ্চিম তীরে রাতারাতি ১৪টি নতুন গ্রএফতারের খবর দিয়েছে।