আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর, ২০২৪, 9:37 AM
ইসরায়েলি সেনাদের ওপর দফায় দফায় হিজবুল্লাহর হামলা
দফায় দফায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ লেবাননের খালেত ওয়ারদেহ এবং মারজ এলাকায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। এছাড়া লেবানন-সিরিয়া সীমান্তে শেবা ফার্ম, আল-সাদানা এবং বিরকাত আল-নাক্কার এলাকায়ও ইসরায়েলি সেনাদের ওপর আক্রমণ চালানো হয়েছে। তবে এই হামলায় হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এর আগে সোমবার ইসরায়েলের একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়ে চারজন সেনাকে হত্যা করে হিজবুল্লাহ। এই হামলায় আহত হন আরও অন্তত ৬০ জন। হামলাটি ইসরায়েলের হাইফা শহরের ৩৩ কিলোমিটার দক্ষিণে বিনইয়ামিনা ঘাঁটির পাশে সংঘটিত হয়।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আত্মরক্ষার নামে দক্ষিণ লেবাননজুড়ে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামলা থেকে বাদ যায়নি রাজধানী বৈরুতও। চলমান হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি লেবানিজ।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য এখন সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। এক বছরের বেশি সময় ধরে চলা উত্তেজনা এ মুহূর্তে তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষ পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর চেষ্টা করলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সমাধান আসেনি। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। যা পুরো অঞ্চলের জন্য অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।